<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত দুই দিন রাজধানীসহ প্রায় সারা দেশে বৃষ্টি হয়েছে। তবে আজ সোমবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা বাড়তে পারে এক থেকে তিন ডিগ্রি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তর গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় জানিয়েছে, স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় রয়েছে। এটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। ফলে বৃষ্টিও কমতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গতকাল কালের কণ্ঠকে বলেন, স্থল গভীর নিম্নচাপটি ক্রমেই ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যেতে পারে। এতে আগামীকাল (আজ) দুপুর বা বিকেলের পর বৃষ্টি কমতে পারে। পরের কিছুদিনে বৃষ্টি কমে তাপমাত্রা ক্রমে বাড়তে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের তিন সমুদ্রবন্দর (চট্টগ্রাম, মোংলা ও পায়রা) এবং উপকূলীয় এলাকা কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী ও খুলনা বিভাগের বেশির ভাগ জায়গায়; রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সারা দেশে আজ সামগ্রিকভাবে বৃষ্টি কমার সম্ভাবনা থাকায় দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দুই দিনে (মঙ্গল ও বুধবার) বৃষ্টি ক্রমান্বয়ে কমে তাপমাত্রা আরো বাড়তে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, ১৬১ মিলিমিটার। এ ছাড়া ফরিদপুর ও গোপালগঞ্জে ১৫১ মিলিমিটার, বরিশালে ১২৯ মিলিমিটার এবং যশোরে ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। </span></span></span></span></p>