<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের টঙ্গীতে মাদকবস্তি ও একটি আবাসিক হোটেলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও দেহব্যবসার সঙ্গে জড়িতসহ মোট ১৫৭ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এ সময় গ্রেপ্তার এড়াতে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন এক ব্যক্তি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার  ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত টঙ্গীর কেরানিটেক বস্তি ও একই এলাকার জাভান আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাবাহিনীর দিয়াবাড়ী ক্যাম্পের ক্যাপ্টেন ইয়াসিন মাহমুদ জানান, জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদের মালিকানাধীন ওই আবাসিক হোটেলে মাদক কারবার, দেহব্যবসাসহ বিভিন্ন অপকর্ম হচ্ছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই অভিযোগে অভিযান চালায় যৌথ বাহিনী। এতে সেনাবাহিনীর সদস্য ছাড়াও র‌্যাব ও পুলিশ মিলে পাঁচ শতাধিক সদস্য অংশ নেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে হোটেল জাভান থেকে তিন হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল দেশি-বিদেশি মদ এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। আবাসিক হোটেলের লাইসেন্সের আড়ালে অবৈধভাবে বার ও দেহব্যবসা পরিচালনার অভিযোগে ৮৩ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধ প্রচলিত আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাবাহিনীর মেজর ইয়াসমিন বলেন, রাত ৩টায় গাজীপুর সিটি করপোরেশন ৪৬ নম্বর ওয়ার্ড টঙ্গীর কেরানিটেক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন  মাদক, নগদ ২২ লাখ ৮১ হাজার টাকা ও দেশি অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। পুলিশ জানায়, কেরানীরটেক বস্তি থেকে মাদকসহ ৫৪ জন পুরুষ ও ২০ জন নারীকে আটক করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে যৌথ অভিযান চলাকালে আতঙ্কিত হয়ে পালানোর সময় মিজানুর রহমান মিল্টন (৫০) নামে এক ব্যক্তি জাভান হোটেলের দোতলা থেকে লাফ দিয়ে নিচে তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি গোপালগঞ্জ জেলা সদরের মোছরা গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারওয়ান বাজারে যৌথ অভিযান : রাজধানীর কারওয়ান বাজারে গতকাল রাতে যৌথ অভিযান চালানো হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই অভিযানে ফুটপাতের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশের তেজগাঁও জোনের এডিসি জিয়াউল হক।</span></span></span></span></p>