<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকার বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৫ বছরে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হলে সেগুলো যাচাই-বাছাই করে বাতিলের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া অবৈধভাবে দেওয়া প্লটের নম্বর দিলে সেগুলোও খতিয়ে দেখা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনিয়ম করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদিবাসীদের এমন অভিযোগের জবাবে এ কথা বলেন রাজউক চেয়ারম্যান। গতকাল শনিবার উপজেলার ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন ১ নম্বর সেক্টর এলাকায় পূর্বাচলের ১৭টি মৌজার মধ্যে মাইঝগাঁও মৌজার খতিয়ান বিনা মূল্যে বিতরণ উদ্বোধন করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজউক চেয়ারম্যান আরো বলেন, যারা ২০০৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত যারা অযাচিতভাবে প্লট নিয়ে গেছে তাদের বিষয়ে হাইকোর্টের একটি কমিটি গঠন করেছে সরকার। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিনিয়র ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, বিগত সরকারের সময় ভূমিসেবায় অনিয়ম, দুর্নীতি ও হয়রানি ছিল নিত্যনৈমিত্তিক বিষয়। বর্তমান সরকার এই অপবাদ থেকে বেরিয়ে এসেছে। ভূমি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ঘরে ঘরে ভূমি নাগরিক সেবা নিশ্চিতকরণে কাজ করছে। তিনি বলেন, দালালমুক্ত জনবান্ধব ভূমিসেবা কার্যক্রমের অংশ হিসেবে এজেন্ট নিয়োগ ও সহায়ক কেন্দ্র গড়ে তোলা হবে। আগামী এক বছরের মধ্যে ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পূর্বাচলে সব মৌজার জরিপ কাজ সম্পন্ন করা হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান।</span></span></span></span></p>