<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পদ্মা সেতুতে টোল আদায় এক হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। ২৫ জুলাই পর্যন্ত দুই বছর এক মাসে এ পরিমাণ টোল আদায় হয়েছে। এই সময় এক কোটি ২৯ লাখ ৪৩ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে সেতু দিয়ে। এতে এক হাজার ৭০৭ কোটি ৯৮ লাখ ১৯ হাজার টাকারও বেশি টোল আদায় হয়েছে। সেতু বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পদ্মা সেতুতে গত ৯ এপ্রিল এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয় চার কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। আর সর্বনিম্ন টোল আদায় হয় গত রবিবার কারফিউয়ের তৃতীয় দিন। এদিন আদায় হয় ৪৬ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, কারফিউ শিথিলের পর পদ্মা সেতু দিয়ে যান চলাচল বেড়েছে। কারফিউয়ের ষষ্ঠ দিন গত বুধবার ১২ হাজার ৩১৮টি যানবাহন থেকে এক কোটি ৪৬ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেতু দিয়ে গড়ে প্রতিদিন ১৯ হাজার ১৬৮টি যান পারাপার হয়। সেই হিসাবে প্রতিদিন গড়ে দুই কোটি ৩২ লাখ ১৪ হাজার ২২২ টাকা টোল আদায় হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারফিউয়ের তৃতীয় দিন রবিবার চার হাজার ৭০৬টি যান পারাপারে টোল আদায় হয় ৪৬ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকা। সেতু চালুর পর এটিই সর্বনিম্ন টোলের রেকর্ড।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, কোটা সংস্কার আন্দোলনের সুযোগে দেশে নাশকতাকারীদের তাণ্ডবের সময় সেতুর দুই পারের সেনানিবাস ছাড়াও কঠোর অবস্থানে ছিল প্রশাসন।</span></span></span></span></span></p>