<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না বলে মনে করছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে গতকাল সোমবার দলটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসানের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে করা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিত্তিহীন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মামলা প্রত্যাহার করে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তাঁর মনোভাব এবং একটি রোড ম্যাপের কথা বলেছেন, যা নির্ধারিতভাবেই বলা যায় এটি জনআকাঙ্ক্ষা। এই অস্থির সময়ে তিনি জনগণের সহযোগিতা চেয়েছেন। জনগণ ও রাজনৈতিক দলগুলো তাঁকে সহযোগিতা দিয়ে চলেছে। কিন্তু সমস্যা হচ্ছে, স্কুল-কলেজে প্রতিপক্ষের পদত্যাগ চাপ, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, কল-কারখানা থেকে খেলার মাঠ পর্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি জটিল করে তুলছে। আদালত প্রাঙ্গণে অভিযুক্ত ব্যক্তিদের ওপর শারীরিক আক্রমণ, ভিত্তিহীন শত শত মামলা দায়ের বিচারব্যবস্থার ওপর অনাস্থা তৈরি করছে, যা শান্তির পথ বিঘ্নিত করছে। পুলিশের কাজ পুলিশ দিয়ে করার নিশ্চয়তা তৈরি করতে হবে।</span></span></span></span></p>