ঢাকা, বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬

আফগান সিরিজে নতুন মুখ নাহিদ, নেই লিটন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
আফগান সিরিজে নতুন মুখ নাহিদ, নেই লিটন
বাংলাদেশ দল। ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে আলোচনা থাকলেও আফগান সিরিজে অধিনায়কের দায়িত্বে তিনিই থাকছেন। এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

১৫ সদস্যের একমাত্র নতুন মুখ পেসার নাহিদ রানা।

পাঁচ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন নাহিদ ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন। এ ছাড়া দলে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটার জাকির হাসান ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। নাসুম সর্বশেষ ওয়ানডে খেলেছেন ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর বেশ লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিলেন এই বাঁহাতি স্পিনার।

তবে জ্বরের কারণে এই সিরিজটি খেলা হচ্ছে না উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাসের। অসুস্থতার কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যঃসমাপ্ত দ্বিতীয় টেস্টটি খেলা হয়নি লিটনের। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও ব্যাটার এনামুল হক বিজয়।

আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

মন্তব্য

সম্পর্কিত খবর

আগের ১০ আসরে ১৫ কোটি, এবারের বিপিএলেই ১২ কোটি টাকার টিকিট বিক্রি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আগের ১০ আসরে ১৫ কোটি, এবারের বিপিএলেই ১২ কোটি টাকার টিকিট বিক্রি
এবারের বিপিএলের গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল দেখার মতো। ছবি : কালের কণ্ঠ

মাঠের চেয়ে বাইরের বিষয়ে এবারের বিপিএল আলোচনায় ছিল বেশি। অবশ্য আলোচনার বদলে সমালোচিত শব্দটাই যথার্থ। তবে বিপিএল নিয়ে নানা বিতর্ক থাকলেও গ্যালারিতে ঠিকই দর্শক উপস্থিতি ছিল দেখার মতো।

বিপিএলের তিন ভেন্যুতেই সরব উপস্থিত ছিল দশর্কদের।

তার সুফলও পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সন্ধ্যায় ভিডিও বার্তায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ দাবি করেছেন, রেকর্ড পরিমানে টিকিট বিক্রি হয়েছে। তাতে নাকি এবারের বিপিএলের টাকার অঙ্ক গত ১০ আসরের টাকার সমান।

টিকিট বিক্রির টাকার বিষয়ে ফারুক বলেছেন, ‘পুরো বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছি।

আগের ১০ আসরে মোট ১৫ কোটি টাকার মতো টিকিট বিক্রি করতে পেরেছিল ক্রিকেট বোর্ড। সেটি বিবেচনা করে এক বছরেই আমরা কাছাকাছি চলে গেছি। টিকিট বিক্রির স্বত্ব বিক্রি থেকে আরও ১ কোটি টাকা যোগ হবে। সে হিসেবে সোয়া ১৩ কোটি টাকা টিকিট বিক্রি থেকে আসবে।
এটা বড় মাইলফলক।’

টিকিট বিক্রির টাকা ফ্র্যাঞ্চাইজিরাও পাবে বলে জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সুখবর, টিকিট বিক্রির যে আয় আমাদের হয়েছে, এখান থেকে ভালো একটা ভাগ সব ফ্র্যাঞ্চাইজিকে দিতে পারব।’

বিপিএলের সময় আরও বেশ কটি ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ায় অন্য সময়ে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে বিসিবি। সময়ের বিষয়ে ফারুক বলেছেন, ‘সামনের বিপিএল নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছি।

একটা সময় বের করেছি আমরা। এখন তো সব দেশে অনেকগুলো টি–টোয়েন্টি টুর্নামেন্ট হয়, এতে সময়টা সাংঘর্ষিক হয়ে যায়। মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় পেতে আমরা একটু অন্যরকম করে করতে পারি টুর্নামেন্টের সময়।’

মন্তব্য

পাকিস্তান ‘এ’ দলের কাছেও পাত্তা পেল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পাকিস্তান ‘এ’ দলের কাছেও পাত্তা পেল না বাংলাদেশ
পাকিস্তান ‘এ’ দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ছবি : কালের কণ্ঠ

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু মূল পর্বে খেলতে নামার আগে আত্মবিশ্বাস সঙ্গী হতে পারেনি নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের।

হবে কী করে? একমাত্র প্রস্তুতি ম্যাচে যে হেরেছে বাংলাদেশ। সেটিও টুর্নামেন্টে সুযোগ পাওয়া কোনো দলের বিপক্ষে নয়, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে।

পরাজয়ের ব্যবধানটাও অনেক। ৯১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে মোহাম্মদ হারিসের নেতৃত্বাধীন দল।

বাংলাদেশের পরাজয় যেন প্রথম ইনিংস শেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল। ম্যাচ শেষে পাকিস্তান ‘এ’ দলও তাই প্রমাণ করেছে।

২০৩ রান তাড়া করতে নেমে প্রথম পাওয়ার প্লেতে দেখেশুনেই খেলে পাকিস্তান। ২ উইকেটে হারিয়ে ৪২ রান তুলে তারা। পরের ১০ ওভারে যোগ করে আরও ৪৫ রান। এবার উইকেট হারায় মাত্র ১টি।

সব মিলিয়ে ২০ ওভারে ৩ ‍উইকেট হারিয়ে ৮৭ রান করা পাকিস্তান ‘এ’ দল পরে আর কোনো উইকেট হারায়নি। এতে ৭ উইকেটের জয়ে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমির মাঠ ছাড়ে পাকিস্তান ‘এ’। সর্বশেষ ৬ ওয়ানডের ৫টিতেই হেরেছিল বাংলাদেশ। আজ পাকিস্তানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হারিস। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে খেলেছেন ৭৬ রানের ইনিংস।

আর চতুর্থ উইকেটে তাকে দুর্দান্ত সঙ্গ দেওয়া মুবাসির খান খেলেছেন ৬৫ রানের অপরাজিত ইনিংস।

টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশের রান ২০২ হবে কিনা তা নিয়েও এক শঙ্কা ছিল। কেননা পাকিস্তানের লেগ স্পিনার উসামা মীরের ধাক্কায় ১৩৭ রানেই ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে পরে ২০২ রান এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। শেষ দিকে ৩০ রানের ইনিংস খেলে। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন ১৪ ও ১৫ রান করা রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। বাংলাদেশের হয়ে অবশ্য সর্বোচ্চ ৪৪ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মীর।

মন্তব্য

ম্যাচ হারার পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ম্যাচ হারার পথে বাংলাদেশ
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে নাহিদ-তানজিম সাকিব দুজনই উইকেট পেয়েছেন। ছবি : কালের কণ্ঠ

প্রতিপক্ষকে লক্ষ্যটা বড় দিতে পারেনি বাংলাদেশ। ২০২ রানের সংগ্রহে তাই জিততে হলে দারুণ কিছু করতে হবে বোলারদের। প্রতিবেদন লেখা পাকিস্তান ‘এ’ দলের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ২০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেটে হারিয়ে ৪২ রান করে পাকিস্তান ‘এ’।

প্রতিপক্ষের দুই উইকেট ভাগাভাগি করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা। পাকিস্তানকে তৃতীয় ধাক্কা দিয়েছেন তানজিম হাসান সাকিব। তবে সেই আঘাতে কাজ হচ্ছে না।

কেননা প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৬২ রান।

জয়ের জন্য আর ৪১ রান প্রয়োজন পাকিস্তানের। তাদের হাতে রয়েছে ১১৪ বল। বাংলাদেশের হার তাই এখন সময়ের ব্যাপার।

এর আগে বাংলাদেশ ২০২ রান করে।

এই সংগ্রহটাও অবশ্য পেতে না নাজমুল হোসেন শান্তরা যদি না টেল এন্ডাররা শেষ দিকে দৃঢ়তা না দেখাতেন। বিশেষ করে ৩০ রান করা তানজিম হাসান সাকিব। দলের হয়ে অবশ্য সর্বোচ্চ ৪৪ রান করেছেন মিরাজ।

মন্তব্য

রাজত্ব ফিরে পেলেন দ্রুততম মানব ইসমাইল, টানা ১৬তম বার দ্রুততম মানবী শিরিন

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রাজত্ব ফিরে পেলেন দ্রুততম মানব ইসমাইল, টানা ১৬তম বার দ্রুততম মানবী শিরিন
দ্রুততম মানবী শিরিন ও মানব ইসমাইল। ছবি : মীর ফরিদ, জাতীয় স্টেডিয়াম থেকে

অপেক্ষাটা ফুরিয়েছে মোহাম্মদ ইসমাইলের। চার বছর আবারও বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন তিনি। অন্যদিকে দ্রুততম মানবী হয়েছেন যথারীতি শিরিন আক্তার।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন হওয়ার পথে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬১ সেকেন্ড সময় নিয়েছেন ইসমাইল।

এ নিয়ে পঞ্চমবারের মতো দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার। পেছনে ফেলেছেন ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হওয়া রাকিবুল হাসান। তৃতীয় হয়েছেন ১০.৮৯ সেকেন্ড সময় নেওয়া সেনাবাহিনীর জুবাইল ইসলাম।

সর্বশেষ ২০২১ সালে দ্রুততম মানব হয়েছিলেন ইসমাইল।

পরের টানা চারবার দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান। ইংল্যান্ডপ্রবাসী এই স্প্রিন্টার এবার অংশ না নেওয়ায় পুরনো রাজত্ব ফিরে পেয়েছেন ইসমাইল।

অন্যদিকে মেয়েদের ১০০ মিটারে রাজত্বের মেয়াদ বাড়িয়েই চলছেন শিরিন। টানা ১৬তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন তিনি।

১২.১ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেছেন দুইয়ে থাকা সুমাইয়া দেওয়ানকে। সুমাইয়া সময় নিয়েছেন ১২.১৫ সেকেন্ড। আর তৃতীয় হয়েছেন আজমি খাতুন, ১২.৫০ সেকেন্ডে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ