আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
ছবি: কালের কণ্ঠ

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'কি আর বলবো, যেই লাউ সেই কদু।' আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এ কথা বলেন। পরে তিনি কোন পক্ষে জানতে চাইলে উত্তরে বলেন, 'আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে।'

আরো পড়ুন
৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

 

এদিন সকাল ১০ টা ৫৫ মিনিট ইনুসহ তিনজনকে আদালতে তোলা হয়।

কাঠগড়ায় উঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেন। তবে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এক পাশে চুপ করে দাড়িয়ে ছিলেন। 

পরে ১১ টা ১০ মিনিটে বিচারক এজলাসে উঠেন। প্রথমেই আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়।

পরে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি শুরু হয়। তখন কাঠগড়ায় পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। 

আরো পড়ুন
মেনন-ইনু-ফারজানা-শাকিল রিমান্ডে

মেনন-ইনু-ফারজানা-শাকিল রিমান্ডে

 

কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান। ইনুর কথা শুনে হাসতে থাকেন মেনন।

শুনানি শেষে আদালত তাদের এ মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারপর পুলিশ প্রহরায় আদালত থেকে নিচে নামানো হয়। 

আরো পড়ুন
ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে : আসিফ মাহমুদ

ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে : আসিফ মাহমুদ

 

জানা গেছে, বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্তর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় গত ৬ নভেম্বর তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১৫০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

হাইকোর্টে জামিন পেলেন ২ আ. লীগ নেত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাইকোর্টে জামিন পেলেন ২ আ. লীগ নেত্রী
সংগৃহীত ছবি

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম এবং আওয়ামী লীগ নেত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী লিপি খান ভরসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (২৪ মার্চ) বিচারপতি মো.ইকবাল কবির ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ উভয় মামলায় রুলসহ এ আদেশ দেন।

মামলা দুটিতে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মো.আল আমিন ও মো.মিজানুর রহমান। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

 

আরো পড়ুন
আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার

 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলায় গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে মোনালিসা ইসলামকে আটক করে পুলিশ। পরদিন ১৭ ফেব্রুয়ারি মেহেরপুর আমলি আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২০ ফেব্রুয়ারি তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পরে জামিন আবেদনের পর দায়রা জজ আদালত ১৬ মার্চ তার আবেদন নামঞ্জুর করেন। এরপর ১৮ মার্চ হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।   

বৈষম্যবিরোধী ছাত্রদের সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি সৈয়দা মোনালিসা ইসলাম। ১৯ আগস্ট মামলাটি করেছিলেন মেহেরপুর সদরের মো.হাসনাত জামান।

 ৪ আগস্টে মেহেরপুরের কলেজ মোড়, চুলকুনি মোড় ও কোর্ট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র ও অভিভাবকদের অবস্থান কর্মসূচিতে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় ১২ নম্বর আসামি তিনি।   

অন্যদিকে, ১৬ মার্চ সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশান-২ এর ১১৭ নম্বর রোডের ৯/বি ফ্ল্যাট থেকে লিপি খান ভরসাকে গ্রেপ্তার করা হয়। একইদিন রাত সাড়ে ৯টায় রংপুর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান লিপি খান ভরসাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মহানগর জজ আদালতে জামিন আবেদন করলে ১৮ মার্চ তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর ২০ মার্চ তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।  

গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত রংপুর মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের করা হত্যাচেষ্টা মামলার ১৭৯ নম্বর এজাহারভুক্ত আসামি লিপি খান ভরসা। ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকায় অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন।

লিপি খান সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। এ ছাড়াও আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসির নির্বাচনী সভা-সমাবেশে অংশ নেন।

মন্তব্য
মানবতাবিরোধী অপরাধ

সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকসহ ৩ পুলিশ কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকসহ ৩ পুলিশ কর্মকর্তা কারাগারে
সংগৃহীত ছবি

প্রায় এক দশক আগে ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের ‘জাহাজ বাড়িতে’ কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা (মিসকেস) করা হয়েছে।

এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন ২ বিচারপতি

 

সোমবার (২৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে পুলিশের এই তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের এই কর্মকর্তারা ‘জঙ্গি নাটক’ তৈরি করেছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আগামী ৭ মে এই মামলার পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়ি নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটকে রেখে সোয়াত, সিটিটিসিসহ গিয়ে তাদের বাসার মধ্যে গুলি করে হত্যা করে।

পরে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে।’

আরো পড়ুন
যান্ত্রিক ত্রুটিতে মেট্রো রেল চলাচল বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে মেট্রো রেল চলাচল বন্ধ

 

তাজুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানতে পেরেছে, এই ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে বহু আগে গ্রেপ্তার করে এইখানে নিয়ে আসা হয়। কেউ কেউ দুই-তিন মাস ধরে ডিবি হেফাজতেও ছিলেন। সেখান থেকে তাঁদের ধরে নিয়ে রাতে ওই বাসায় জড়ো করা হয়।

পরে রাতের বেলা ব্লক রেইডের কথা বলে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই হাজির হন। সেই লোকদের গুলি করে হত্যা করে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তাঁরা প্রচার করেন। সে সময় জঙ্গি নাটক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য ইসলামিক ভাবধারার মানুষদের জঙ্গি নাম দিয়ে হত্যা করা হয়েছে।’

এদিকে জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা ১৮ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা হলেন চঞ্চল চন্দ্র সরকার ও সাবেক এসি রাজন কুমার সাহাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পরে প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল আগামী ২৮ এপ্রিল এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। আরেক মামলায় মিরপুর এলাকার সাবেক এডিসি এম এম মইনুল ইসলামকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল আগামী ১৮ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে ছিলেন, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, শহিদুল ইসলাম, ফারুক আহমেদ ও মইনুল করিম।

মন্তব্য

আপিল বিভাগে নিয়োগ পেলেন ২ বিচারপতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আপিল বিভাগে নিয়োগ পেলেন ২ বিচারপতি
সংগৃহীত ছবি

হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুবকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে।

আরো পড়ুন
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের ঘোষণা জরুরি : ডেভিড শোব্রিজ

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের ঘোষণা জরুরি : ডেভিড শোব্রিজ

 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দান করেছেন। এই নিয়োগ শপথগ্রহণের তারিখ হতে কার্যকর হবে।

’ 

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শপথ গ্রহণ করবেন এই দুই বিচারপতি।

প্রাসঙ্গিক
মন্তব্য

স্ত্রীসহ মির্জা আজমের ১৯ বিঘা জমি জব্দ, অবরুদ্ধ ৩১ ব্যাংক হিসাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্ত্রীসহ মির্জা আজমের ১৯ বিঘা জমি জব্দ, অবরুদ্ধ ৩১ ব্যাংক হিসাব
সংগৃহীত ছবি

জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলেয়ার নামে জামালপুরে থাকা ১৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ৩ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৯৫৮ টাকা রয়েছে। 

সোমবার (২৪ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

 দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন
পামেকে ‘ছাত্রদল-ছাত্রলীগ’ ভাগাভাগি কমিটি স্থগিত

পামেকে ‘ছাত্রদল-ছাত্রলীগ’ ভাগাভাগি কমিটি স্থগিত

 

জব্দ হওয়া সম্পদের মধ্যে মির্জা আজমের নামে জামালপুরে সাড়ে ৫৯ শতক জমি জব্দ করা হয়েছে। এসব সম্পদের মূল্য ২৪ লাখ ৩০ হাজার টাকা। মির্জা আজমের নামে ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এসব হিসাবে ১ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৩৪ টাকা। এ ছাড়া মির্জা আজমের স্ত্রী দেওয়ান আলেয়ার নামে জামালপুরে ১৭ দশমিক ৯২ বিঘা, অর্থাৎ প্রায় ১৮ বিঘা জমি জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার নামে ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ২ কোটি ৬৭ লাখ ২৭ হাজার ৯২৪ টাকা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মির্জা আজম ও তার স্ত্রী আলেয়ার সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করে দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান। 

মির্জা আজমের আবেদনে বলা হয়, মির্জা আজম সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে  ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে নিজ নামে-বেনামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট কম্পানি/প্রতিষ্ঠানের নামে ৩৯ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ২০০ টাকা এবং তার মেয়ে আফিয়া আজম অপির নামে ৩ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার ৫৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ পন্থা ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেন। এসব সম্পদ নিজের দখলে রেখে, পরিবারের সদস্যসহ অন্যান্যদের নামে ২০ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি হেবা বা দান বা বিনিময়ের মাধ্যমে হস্তান্তর ও রূপান্তর করেন। নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কম্পানি/প্রতিষ্ঠান এবং তার স্ত্রী আসামি দেওয়ান আলেয়াসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কম্পানি/প্রতিষ্ঠানের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ৭২৫ কোটি ৭০ লাখ ৪২ লাখ ২৩২ টাকা জমা ও ৭২৪ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭১৫ টাকা উত্তোলনপূর্বক অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে জ্ঞাতসারে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। মির্জা আজম কর্তৃক অর্জিত সকল সম্পদ সুনির্দিষ্ঠভাবে চিহ্নিত করা যায় নি।

তবে তদন্তকালে প্রাপ্ত তার নিজ নামীয় ও তার কন্যা মির্জা আফিয়া আজমের নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদ (ব্যাংক হিসাব) যেন তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য তার এসব স্থাবর ও অস্থাবর সম্পদ (ব্যাংক হিসাব) অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

আরো পড়ুন
বুধবার বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

বুধবার বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

 

দেওয়ান আলেয়ার আবেদনে বলা হয়, দেওয়ার আলেয়া তার স্বামী মির্জা আজমের প্রভাব খাটিয়ে এবং তার সহযোগিতায় নিজ নামে-বেনামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট কম্পানি/প্রতিষ্ঠানের নামে ২৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজান ৯৯৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ পন্থা ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেন। তা নিজের দখলে রেখে এবং তার নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কম্পানি/প্রতিষ্ঠানের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ১৮১ কোটি ৯৫ লাখ, ৬২ হাজার টাকা জমা ও ১৭৯ কোটি ২৬ লাখ ৯৬ হাজার ৪৯ টাকা উত্তোলনপূর্বক অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে জ্ঞাতসারে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন এজন্য দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামি দেওয়ান আলেয়া কর্তৃক অর্জিত সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে প্রাপ্ত তার নিজ নামীয়/স্বার্থ সংশ্লিষ্ট এসব স্থাবর ও অস্থাবর সম্পদ যেন তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন এ জন্য স্থাবর ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ