<p>রাজধানীর পূর্বাচল এলাকার ৩০০ ফিট মহসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ১১৯টি মামলা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং ক্ষিলখেত থানা পুলিশ। এ ছাড়া দুই লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।</p> <p>সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং ক্ষিলখেত থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ৩০০ ফুট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। এ অভিযানে ১১৯টি মামলা হয়েছে এবং দুই লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। চারটি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে ক্ষিলখেত থানায় মামলা প্রক্রিয়াধীন।</p> <p>সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে যৌথ অভিযানের সময় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালান সেনাবাহিনীর সদস্যরা। লাইসেন্স কিংবা হেলমেটবিহীন যাত্রীদের করা হয় জরিমানাও। অভিযান থেকে বাদ যায়নি পুলিশ কিংবা গণমাধ্যম, ভিআইপি কিংবা দামি ব্র্যান্ডের কোনো গাড়িই। গণমাধ্যমের ভুয়া লোগো বহন করা গাড়িকে করা হয় জরিমানা।</p>