<p style="text-align:justify">ধানমন্ডিতে জোর করে বাসায় ঢুকে লাঠিসোটা নিয়ে লুটপাটের চেষ্টা করে বেশ কয়েকজন। এ সময় বাড়িটি অবরুদ্ধ করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। গত বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাতে লুটপাটের উদ্দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধ হয়ে ওই বাসায় প্রবেশ করেছিলেন তারা। এসময় গ্রেপ্তারদের কাছ থেকে পাঁচটি লোহার রড ও পাঁচটি বাঁশের লাঠি জব্দ করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বৈদেশিক মুদ্রার আমানতে থাকছে না সুদের সীমা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730441692-9f773014cc0a8036fe1fea60dc66b345.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বৈদেশিক মুদ্রার আমানতে থাকছে না সুদের সীমা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/01/1441491" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">গ্রেপ্তাররা হলেন, মো. হাসিবুল হাসান (৩৩), মো. গোলাম মোরশেদ (৩২), মাহমুদুল হাসান শিমুল (২০), আবু সালেহ হিরন (২৬), রুবেল হাওলাদার (২৭), আজিজুল ইসলাম (২১), মাহফুজুর রহমান (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), ইয়াসিন আরাফাত (২০), মো. ইব্রাহিম (১৯), জিহাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৬) ও শেখ শাহরিয়ার আহমেদ (১৬)। </p> <p style="text-align:justify">আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার রাত সোয়া ১০টার দিকে গ্রেপ্তার ১৩ জনসহ অজ্ঞাতপরিচয় আরো চার-পাঁচজন ধানমন্ডির ১৩/এ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে জোর করে প্রবেশ করে। তারা বাসায় প্রবেশ করেই ওই বাসার সিকিউরিটি গার্ডদের মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="রফিকুলের অবৈধ সম্পদে ফেঁসে যাচ্ছেন স্ত্রী-শ্বশুরসহ ১২ আত্মীয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730441592-db87fe999cd1cebefcceee8c46a583b3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">রফিকুলের অবৈধ সম্পদে ফেঁসে যাচ্ছেন স্ত্রী-শ্বশুরসহ ১২ আত্মীয়</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/01/1441490" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">ডিসি তালেবুর রহমান আরো বলেন, ‘তারা ওই বাসার কয়েকটি সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং বাসার কয়েকটি ফ্ল্যাটে কলিংবেল বাজায় ও দরজা ভাঙার চেষ্টা করে। এ খবরে ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুত সেখানে গিয়ে আশপাশের বাসার সিকিউরিটি গার্ড ও রাস্তার পথচারীদের সহযোগিতায় তাদের ওই বাসায় অবরুদ্ধ করে। ধানমন্ডি থানা পুলিশের রাত্রিকালীন টহলরত একটি টিম ও সেনাবাহিনীর টহলরত একটি টিম যৌথ অভিযান চালিয়ে তখনই তাদের গ্রেপ্তার করে।’</p> <p style="text-align:justify">এ ঘটনায় ভবনের ম্যানেজার আব্দুল মান্নানের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দিনগত রাত সোয়া ২টায় ধানমন্ডি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="আজকের নামাজের সময়সূচি, ১ নভেম্বর ২০২৪" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730440244-4e7330f5506dc17e89756341af077a61.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">আজকের নামাজের সময়সূচি, ১ নভেম্বর ২০২৪</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2024/11/01/1441486" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।</p>