<p>ইসরায়েলকে একটি ‘নিশ্চিত ও বেদনাদায়ক’ জবাব দেবে ইরান। ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ নিয়ে এই মন্তব্য করেছে ইরান। এই প্রতিশোধ সম্ভবত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই নিতে পারে ইরান। সিএনএন বুধবার একটি জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। </p> <p>সূত্রটি একজন ইরানি, যিনি তেহরানে আলোচনার বিষয়ে জ্ঞান রাখেন। তিনি সিএনএনকে বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইহুদিবাদী শাসকের আগ্রাসনের প্রতিক্রিয়া নিশ্চিত এবং বেদনাদায়ক হবে।’</p> <p>এদিকে ইরান ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলার জবাবে একটি শক্তিশালী প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। গত সপ্তাহে ইসরায়েলের হামলার কথা উল্লেখ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কমান্ডার হোসেন সালামি বলেছেন, ‘তারা আরো একটি ভুল করেছে এবং তারা ভুগবে। আমাদের প্রতিক্রিয়া হবে অকল্পনীয়।’</p> <p>হোসেন সালামির ডেপুটি আলী ফাদাভির মন্তব্যও কঠোর ছিল। তিনি বলেন, ‘আমরা ইসরায়েলিদের যা কিছু আছে তা লক্ষ্যবস্তু করতে পারি।’ এ ছাড়া তিনি জানান, ইরান নিশ্চিতভাবে একটি প্রতিক্রিয়া জানাবে।</p> <p>ইরানের সুপ্রিম লিডারের অফিসের সবচেয়ে জ্যেষ্ঠ ধর্মগুরু মোহাম্মদ মোহাম্মদী গোলপায়েগানিও ভয়ংকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের দেশে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি কঠোর এবং শাস্তিমূলক জবাব দেওয়া হবে।’</p> <p>বৃহস্পতিবার মার্কিন মিডিয়ার প্রতিবেদনে তেহরানের বার্তার সত্যতা নিশ্চিত করেছে। নিউ ইয়র্ক টাইমস তিন ইরানি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, সর্বোচ্চ নেতা আলি খামেনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। </p> <p>অ্যাক্সিওস (ভার্জিনিয়ার একটি আমেরিকান সংবাদ ওয়েবসাইট) ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলেছে, ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ইরানি হামলা হতে পারে। অ্যাক্সিওসের মতে, এই হামলাটি ইরাকি ভূখণ্ড থেকে এবং সেই দেশে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তায় করা যেতে পারে।</p> <p>হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পর গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। নেতানিয়াহুর দেশ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও গোপন করেছে বলে ধারণা করা হয়। যদিও ওই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরান ‘বড় ভুল করেছে’ এবং ‘এর মাশুল দিতে হবে’।</p> <p>সূত্র : ইরান ইন্টারন্যাশনাল, সিএনএন</p>