জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
সংগৃহীত ছবি

রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সেই মিছিল শাহবাগ হয়ে বিজয়নগরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে রাত ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলটি আসলে জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু। জাপা নেতারা মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজনকে পেটান এবং ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন।

আরো পড়ুন

সায়মা ওয়াজেদকে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে জটিলতা তৈরি হবে?

সায়মা ওয়াজেদকে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে জটিলতা তৈরি হবে?

 

পরে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানান, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে।

এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

কিছুক্ষণ পরে আরেকটি পোস্টে তিনি রাজু ভাস্কর্য মিছিল নিয়ে বিজয়নগরে যাওয়ার ঘোষণা দেন। ওই পোস্টে তিনি বলেন, ‘জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’

হাসনাতের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থীরা ওই এলাকায় জড়ো হলে সেখানে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে তাদের ফের সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ায় জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান। এ সময় জাপার কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক সাংবাদিকদের বলেন, তাঁরা আগামী শনিবার কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করতে পুলিশের কাছে অনুমতি চেয়েছেন। আজ জাতীয় পার্টির নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর শাহবাগ থেকে একটি মশাল মিছিল নিয়ে একদল লোক কার্যালয়ে হামলা করে।

আরো পড়ুন
রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

 

তিনি বলেন, ‘কর্মীদের প্রতিরোধে হামলাকারীরা মার খেয়ে পালিয়ে যায়। আধা ঘণ্টা পর সংঘবদ্ধ হয়ে ফিরে তারা কার্যালয়ে আগুন দেয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস এসেছিল। তাদের আগুন নেভাতে দেওয়া হয়নি।’

মুজিবুল হক বলেন, ‘এভাবে যদি একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা হয়, তাহলে দেশে কিসের গণতন্ত্র, কিসের রাজনীতি।’ 

তবে হামলার বিষয়ে গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ‘শাহবাগে সমাবেশ শেষ করে আমরা বিজয়নগরে আসি। জাতীয় পার্টির নেতা-কর্মীরা আমাদের ওপর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।’

আরো পড়ুন
তালিকা আতঙ্কে আ. লীগ নেতাকর্মী, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র

তালিকা আতঙ্কে আ. লীগ নেতাকর্মী, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা নিরাপত্তার জন্য কার্যালয় ত্যাগ করেছেন।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন : গোলাম পরওয়ার

দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

আজ শুক্রবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা-আকাঙ্খা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন, সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচার।

দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্ধে গুজব ছড়াতে খরচ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেই।

তিনি বলেন, সারা পৃথিবীর কাছে কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে খ্যাত ইসরায়েল ফিলিস্তিনের গাজাবাসী নারী ও শিশুকে হত্যা করে আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকে হার মানিয়েছে। ইসরায়েল গণহত্যা পরিচালনার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে।

এই সন্ত্রাসী রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের গুঁড়িয়ে দিতে হবে।

ইসরায়েলকে ইন্ধনদাতা-সমর্থন দেওয়া রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে সেক্রেটারি জেনারেল বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও হামলা বন্ধ করুন। যদি তা করা না হয়, তাহলে গোটা মুসলিম উম্মাহ দুর্বার বৈশ্বিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। তিনি জাতিসংঘ ও ওআইসিকে বিশ্বব্যাপী ইসরায়েল বয়কট এবং জেনোসাইডের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
 

মন্তব্য

মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে : সাইফুল হক

মার্কিন মদদেই ইসরায়েল ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী দুনিয়ায় সামরিক রাজনৈতিক মদদেই ইসরায়েল গাজায় এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করতে পারছে। বিশ্বজনমতকে উপেক্ষা করে প্রকাশ্যে ঘোষণা দিয়েই গত দেড় বছর ধরে একটা জনগোষ্ঠীকে নির্মূল করার আগ্রাসী তৎপরতায় লিপ্ত রয়েছে তারা।

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী যুব সংহতি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ সব কথা বলেন সাইফুল হক।

বিপ্লবী যুব সংহতির আহবায়ক যুবনেতা বাবর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, যুদ্ধবাজ নেতানিয়াহুকে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনতিবিলম্বে নেতানিয়াহু চক্রকে গ্রেপ্তার করে গণহত্যায় অভিযুক্ত তাকে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করতে হবে।

তিনি আরো বলেন, ইসরায়েল কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র নয়। আরব দুনিয়ায় মার্কিনিদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক আধিপত্য নিশ্চিত রাখতে ইসরায়েলকে সন্ত্রাসবাদী আউটপোস্ট হিসেবে গড়ে তোলা হয়েছে।

ফিলিস্তিনের গাজা খালি করে আবাসন বানাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে চূড়ান্ত দম্ভ, অহমিকা ও ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেন সাইফুল হক। তিনি বলেন, মার্কিন-ইসরায়েল অশুভ চক্ত আরব দুনিয়াকে বিভক্ত ও তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আরব বিশ্বে আগ্রাসী সন্ত্রাসী তৎপরতা জারি রেখেছে ইসরায়েল।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদী বিশ্ব জাতিসংঘকে অকার্যকর সংস্থায় পরিণত করেছে।

প্রস্তাব পাস করা ছাড়া জাতিসংঘের আর কোন ভূমিকা দেখা যাচ্ছে না। তাই পরাশক্তিসমূহের ভেটো ক্ষমতা বিলুপ্ত করে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করতে হবে। ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে আরো বক্তৃতা করেন বিপ্লবী যুব সংহতির সদস্যদচিব মীর রেজাউল আলম, বিপ্লবী শ্রমিক সংহতি সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক জামাল সিকদার, বিপ্লবী যুব সংহতির সংগঠক মোহাম্মদ স্বাধীন ও আরিফুল ইসলাম, বিপ্লবী ছাত্র সংহতির নেতা জোনায়েদ হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, বিজয়নগর ও সেগুনবাগিচা প্রদক্ষিণ করে।

মন্তব্য

এই সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই : সেলিমা রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এই সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই : সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে অঙ্গীকার করেছেন সেটি রক্ষা করবের বলেও আশাবাদী তিনি।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনাসভায় এ মন্তব্য করেন সেলিমা রহমান।

দ্রুত নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে বলে মন্তব্য করে বিএনপির এই নেত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ড. ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি।

বিএনপি কেন বার বার নির্বাচনের কথা বলছে, তার কারণ জানিয়ে সেলিমা রহমান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায়। ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি।

'জনগণ চায় এই সরকার ৫ বছর থাকুক' স্বরাষ্ট্র উপদেষ্টার গতকাল করা এই মন্তব্যের বিষয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই সরকারকে দেশ নাকি পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়। দেশ কী রাখতে চায় আমরা জানি।

পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নাই, কেননা তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না।

মন্তব্য

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
সংগৃহীত ছবি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে লাগাতর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত কর্মী সম্মেলন থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বিএসপির সভাপতি আশীষ কুমার দাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক অশোক তরু। বিএসপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়ের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি মনিন্দ্র কুমার নাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুরঞ্জন ঘোষ, বিএসপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট লিটন বনিক ও প্রাণতোষ তালুকদার, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রদীপ কান্তি দে, সাংবাদিক শ্যামল কান্তি নাগ, জয়পুরহাট প্রতিনিধি বন্ধনা রানী মণ্ডল, চট্টগ্রাম প্রতিনিধি অজয় ভট্টাচার্য্য, নোয়াখালী প্রতিনিধি জয়ন্ত কুমার ভৌমিক, অনিল সাধু প্রমুখ।

সভাপতির বক্তব্যে আশীষ কুমার দাশ বলেন, সারাদেশে হিন্দুদের ওপর নির্যাতন-নিপীড়ন চলছে। তাদের ভূমি ও মন্দির জোরপূর্বক দখল করা হচ্ছে। বর্তমানে হিন্দু মালিকদের ২৬ লাখ একর জমি বেদখল আছে। যেখানে অন্য ধর্মের উপাসনালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

রাজনৈতিক কারণেই বছরের পর বছর এটা করা হচ্ছে।

তিনি আরো বলেন, যত নির্যাতন নিপীড়ন চলুক না কেন, কেউ দেশ ছেড়ে যাবেন না। আমরা এই দেশের ভূমিপুত্র। আমরা আমাদের বাপ-দাদার মাটি ছাড়বো না।

বরং সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবো।

অধ্যাপক অশোক তরু বলেন, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত সনাতন সম্প্রদায়ের বাড়ি-ঘর-মন্দির ভাঙচুর, সম্পদ লুণ্ঠন, হত্যা, গুম, খুন, ধর্ষণ, ধর্মান্তরিত ও ধর্মীয় অবমাননার অজুহাতে হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু একটি ঘটনারও সঠিক বিচার পাওয়া যায়নি। বরং উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যখন সকল অপচেষ্টার বিরুদ্ধে হিন্দুরা রুখে দাঁড়িয়েছে, তখন সনাতনী সম্প্রদায়ের কাণ্ডারি চিন্ময় প্রভুকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

অনেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে।

অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তিসহ সনাতনী জাগরণ জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।

তিনি বলেন, দাবি না মানলে রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। যে আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তিনি আরো বলেন, বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের কোন বন্ধু নেই। বরং তাদেরকে অতীতে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। ভোটব্যাংক নষ্ট হওয়ার আশঙ্কায় বিগত সরকার সনাতনী পার্টিকে নিবন্ধন দেয়নি। বৈষম্যের শিকার সনাতনীদের মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

কর্মী সম্মেলনে বলা হয়, অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে। সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। সারাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন চলছে, এটা বন্ধ করতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করে অচিরেই জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যান্য প্রতিনিধিদের মুক্তি দিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ