বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও
বাংলাদেশের হয়ে খেলতে চান কানাডার মিডফিল্ডার সামিত। ছবি : সংগৃহীত

হামজা চৌধুরী অভিষেকের পর থেকেই জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। কানাডিয়ান ফুটবলার সামিত সোমও তাদের মধ্যে একজন। সামিত শুধু আগ্রহ প্রকাশ করেই নিজের কাজ শেষ করেননি, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বাফুফেকে সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন করতেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে সামিত যে খেলতে রাজি হয়েছেন তা আজ নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

বাংলাদেশের গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়ায় এগোতে হবে, কত দিন লাগবে এসব জানতে চেয়েছে সে। সামিত বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর বিষয়ে আমাদের থেকে জানতে চেয়েছে।’

বাংলাদেশের হয়ে খেলবেন কিনা তা জানানোর জন্য এর আগে বাফুফের কাছে সময় চেয়েছিলেন সামিত।

এপ্রিলে জানানোর কথা ছিল বলেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন ফাহাদ করিম। বাংলাদেশের জার্সিতে তাকে দেখা যাবে এমন আশা করে বাফুফের সহ-সভাপতি বলেছেন, ‘কয়েক ঘণ্টা পর বিস্তারিত আলোচনা হবে। তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আমরা আশা করি বাংলাদেশের জার্সিতে তাকে দেখতে পারব।’

সামিতের জন্ম কানাডায় হলেও তার বাবা-মা বাংলাদেশি।

ফিফার সব প্রক্রিয়া সম্পন্ন হলে ২৭ বছর বয়সী মিডফিল্ডারের তাই বাংলাদেশের হয়ে খেলতে কোনো সমস্যা হবে। সব ধরণের আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করতে পারলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তাকে দেখা যেতে পারে।

বাংলাদেশের জার্সিতে খেলতে চাওয়ার আগেই অবশ্য কানাডার হয়ে প্রতিনিধিত্ব করেছেন সামিত। ২০২০ সালে কানাডার জার্সিতে দুটি ম্যাচ খেলেছেন তিনি। এর আগে অনূর্ধ্ব-২০ ও ২১ দলের হয়ে খেলেছেন সামিত।

বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কালাভরি এফসিতে খেলছেন তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

হামজার লিগের দলের মালিকানা কিনলেন মদরিচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হামজার লিগের দলের মালিকানা কিনলেন মদরিচ
সোয়ানসি ক্লাবের মালিক মদরিচ। ছবি : এক্স থেকে

মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হবে লুকা মদরিচের। এরপর নতুন ক্লাবে যোগ দেবেন নাকি বুট জোড়াই তুলে রাখবেন, তা এখনো নিশ্চিত নয়। বুট জোড়া তুলে রাখার বলার কারণ ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের তো আর বয়স কম হলো না।

তার থেকে ছোটরাও যখন অবসর নিয়ে দর্শকসারির শ্রী বৃদ্ধি করছেন তখন ৩৯ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মদরিচ।

তরুণ মিডফিল্ডারদের সঙ্গে লড়াই চালিয়া যাওয়া ‘বুড়ো’ মদরিচ এখনো রিয়ালের মাঝমাঠের অন্যতম ভরসা। তবে মৌসুম শেষে যাই হোক না কেন ফুটবলের মায়া এখনই ছাড়ছেন না। অবসরের পর কোচিং পেশায় যোগ দিলে খেলাটির সঙ্গে থাকবেন সেটা না বললেও আর চলে। তবে কোচিং পেশায় না এলেও ফুটবলের সঙ্গেই যে থাকছেন তা নিশ্চিত।

এতটা নিশ্চয়তার কারণ ক্লাবের মালিক হয়েছেন মদরিচ। চ্যাম্পিয়নশিপের দল সোয়ানসির মালিকানা কিনেছেন তিনি। তবে মালিকানার কত অংশ কিনেছেন তা এখনো জানা যায়নি। তিনি ছাড়াও বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ লিগের ক্লাবটির মালিকানায় আছেন অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস ও জেসন কোহেন।

এ মৌসুমে সোয়ানসির পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ৪২ ম্যাচ শেষে ৫৪ পয়েন্টে চ্যাম্পিয়নশিপে দ্বাদশতম স্থানে আছে। মার্চে প্রধান কোচ লুক উইলিয়ামস বরখাস্ত হওয়ার পর নতুন কোচও নিয়োগ দেয়নি তারা। বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যালেন শিহান। গত নভেম্বরে ক্লাবের মালিকানা পরিবর্তন হওয়ার ধাক্কাটা যেন সামলে উঠতে পারেনি চ্যাম্পিয়নশিপের দলটি।

এই লিগেই খেলেন হামজা চৌধুরী। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তার। প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার। সমান ৪২ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে বর্তমানে চ্যাম্পিয়নশিপের তালিকায় তিনে আছেন হামজারা। 

মন্তব্য

যার নামে মেসির নাম তার সঙ্গে প্রথম দেখা আর্জেন্টাইন অধিনায়কের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
যার নামে মেসির নাম তার সঙ্গে প্রথম দেখা আর্জেন্টাইন অধিনায়কের
দুই লিওনেল মেসি ও রিচি। ছবি : ইনস্টাগ্রাম থেকে

সন্তান জন্মের পর নাম রাখা নিয়ে পৃথিবীতে অনেক গল্প রয়েছে। সন্তান জন্মের আগেই অনেক দম্পতি নাম ঠিক করে রাখেন। ছেলে হলে ‘অমুক’ আর মেয়ে হলে ‘তমুক’। আবার অনেক দম্পতি আছেন, যারা তাদের প্রিয় কোনো ব্যক্তিত্বের নামে সন্তানের নাম রাখেন।

লিওনেল মেসির মা-বাবা ছিলেন দ্বিতীয় ক্যাটাগরির। যারা নিজেদের প্রিয় সংগীতশিল্পীর নামে ছেলের নাম রেখেছিলেন। আর সেই সংগীতজ্ঞ হচ্ছেন লিওনেল রিচি। আমেরিকার গায়ক-সুরকারের নামেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের নাম রাখেন হোর্হে মেসি ও সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি দম্পতি।

তবে তাদের প্রিয় গায়কের সঙ্গে ছেলে মেসির কখনো দেখা হয়নি।

আরো পড়ুন
সেঞ্চুরির পুরস্কার ‘হেয়ার ড্রায়ার’, সোশ্যাল মিডিয়ায় ট্রল

সেঞ্চুরির পুরস্কার ‘হেয়ার ড্রায়ার’, সোশ্যাল মিডিয়ায় ট্রল

 

গত বুধবার সেই অপেক্ষার অবসান হয়েছে। ফুটবলের রাজপুত্র আর সংগীতের রাজার দেখা হয়েছে ফ্লোরিডায়। ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে জয়ের ম্যাচে দেখা হয় দুই ভুবনের দুই তারকার।

সেদিন জোড়া গোল করে দলের নায়ক মেসি স্টেডিয়ামের টানেল ধরে মাঠ থেকে বের হওয়ার সময় ‘দ্য কমোডোরস’ ব্যান্ডের গায়কের দেখা পান। দুজনের কুশল বিনিময় শেষে নিজের ইনস্টাগ্রামে ছবিটা শেয়ার করেন আশি-নব্বই দশকের জনপ্রিয় গায়ক। ক্যাপশনে লেখেন, ‘লিওনেলের সঙ্গে যখন লিওনেলের দেখা। আমার নামে ওর নাম রেখেছিলেন তার মা...আর আজ আমাদের দেখা। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।

আরো পড়ুন
লাহোরের মালিকের চোখে রিশাদ ‘গেম চেঞ্জার’

লাহোরের মালিকের চোখে রিশাদ ‘গেম চেঞ্জার’

 

রিচির নামে মেসির নাম রাখার গল্প ২০১০ সালেই শুনিয়েছেন মা মারিয়া কুচ্চিত্তিনি। আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল তেলেফেকে মেসির মা বলেছিলেন, ‘‘ওর (মেসি) জন্ম সহজ ছিল না। ডেলিভারির নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। ডাক্তার ঝুঁকি নিতে না চেয়ে বলেন, লেবার ইন্ডিউস করবেন। সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলাম, আর লিও জন্ম নেয় বিকেল ৪টা ২০ মিনিটে। এরপর নাম রাখা নিয়ে বিপত্তি বাধে।’

আরো পড়ুন
এমবাপ্পে অপরাধের শাস্তি পেয়েছে, বলছেন রিয়াল কোচ

এমবাপ্পে অপরাধের শাস্তি পেয়েছে, বলছেন রিয়াল কোচ

 

মেসির নাম রাখা নিয়ে বিপত্তির বিষয়ে মারিয়া কুচ্চিত্তিনি বলেছিলেন, ‘‘ছেলের জন্য তো নাম ঠিক করা হয়নি! আমি সব সময় ‘Leonel’ নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে ওর নাম রাখে ‘Lionel’। আমি বলি, এটা কী করলে তুমি! সে আমাকে বলল, আমরা দুজনই লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই ওই বানানে রেখেছি।”

প্রাসঙ্গিক
মন্তব্য

বর্ষবরণের শোভাযাত্রায় নারী ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বর্ষবরণের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
আনন্দ শোভাযাত্রায় নারী ফুটবলাররা। ছবি : সংগৃহীত

আজ পহেলা বৈশাখ ১৪৩২। নতুন বছরকে বরণ করে নিতে তাই পুরো বাংলাদেশে আজ সাজ সাজ রব। বছরের প্রথম দিনকে বরণ করে নিতে আনন্দ শোভাযাত্রা অংশ নিয়েছে নানা শ্রেণির ও পেশাজীবীর মানুষ।

আরো পড়ুন
এমবাপ্পে অপরাধের শাস্তি পেয়েছে, বলছেন রিয়াল কোচ

এমবাপ্পে অপরাধের শাস্তি পেয়েছে, বলছেন রিয়াল কোচ

 

বাদ যাননি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রাও।

বর্ষবরণের শোভাযাত্রা অংশ নিয়েছেন অধিনায়ক আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় দলের অনেক ফুটবলার। এ সময় স্মৃতি হিসেবে ধরে রাখতে মুহূর্তটা মুঠোফোনের ক্যামেরায় বন্দি করেন নারী ফুটবলাররা।

আরো পড়ুন
লাহোরের মালিকের চোখে রিশাদ ‘গেম চেঞ্জার’

লাহোরের মালিকের চোখে রিশাদ ‘গেম চেঞ্জার’

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণে বের হওয়া বর্ষবরণের শোভাযাত্রার অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি মন্ত্রণালয় থেকেই এ বছর টানা দুইবারের সাফ চ্যাম্পিয়নদের একুশে পদক দেওয়া হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

লাহোরের মালিকের চোখে রিশাদ ‘গেম চেঞ্জার’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
লাহোরের মালিকের চোখে রিশাদ ‘গেম চেঞ্জার’
রিশাদের উইকেট উদযাপন। ছবি : এক্স থেকে

যথার্থই বলেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। গতকাল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৭৯ রানের জয়ের পর রিশাদ হোসেনকে ‘গেম চেঞ্জার’ বলে সম্বোধন করেছেন দলটির অন্যতম মালিক ও প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও)।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রথমবার বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নামেন রিশাদ। আর তাতে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন বাংলাদেশি অলরাউন্ডার।

৩১ রান খরচ করে দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে প্রথম উইকেট নেওয়ার সময় ম্যাচের ভাগ্যও নির্ধারণ করে দিয়েছেন ২২ বছর বয়সী লেগ স্পিনার। কেননা ২৩১.৫৭ স্ট্রাইক রেটে ৪৪ রান করা রাইলি রুশো তখন ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিতেছিলেন। দারুণ এক গুগলিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে বোল্ড করেন।
পরে মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট নেন।

আরো পড়ুন
এমবাপ্পে অপরাধের শাস্তি পেয়েছে, বলছেন রিয়াল কোচ

এমবাপ্পে অপরাধের শাস্তি পেয়েছে, বলছেন রিয়াল কোচ

 

ম্যাচ জয়ের পর তাই রিশাদের প্রশংসা করতে বিন্দুমাত্র কার্পণ্য করলেন না সামিন। প্রশংসা করার সময় রিশাদকে ‘বাংলাদেশি ভাই’ বলে সম্বোধন করেছেন তিনি। দলটির সিওও বলেছেন, “বাংলাদেশি ভাইকে নিয়ে কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি ‘গেম চেঞ্জার’।

তুমি যেভাবে বল করেছ, তাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে এবং বুঝিয়ে দিয়েছ এবারের টুর্নামেন্টে সেরা বোলিং আক্রমণ এই দলের।”

আরো পড়ুন
পিএসএল অভিষেকে দ্যুতি ছড়ালেন রিশাদ

পিএসএল অভিষেকে দ্যুতি ছড়ালেন রিশাদ

 

লাহোরের মালিকের কাছ থেকেই শুধু এমন প্রশংসা পাননি রিশাদ। সতীর্থ স্যাম বিলিংসের কাছে পেয়েছেন। ম্যাচে ৫০ রান করা ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের সঙ্গে কথা বলার সময় বলেছেন, ‘দলে কয়েকজন দক্ষ বোলার আছে। রিশাদ এসেই যেভাবে খেলেছে, তা দারুণ।

সে অসাধারণ বল করেছে, বল স্পিন করাতে চেয়েছে। এই সংস্করণে কবজির স্পিন খুব গুরুত্বপূর্ণ। রাইলি রুশোর উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার পারফরম্যান্সে আমি খুব খুশি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ