<p>গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। প্রায় ১০ বছর পর বিটিভিতে গান করলেন তিনি। তার গাওয়া পাঁচটি দেশের গান নিয়ে প্রচারিত হলো একক সংগীতানুষ্ঠান ‘প্রিয়তম বাংলাদেশ’। এত দিন পর বিটিভিতে গান গাওয়াসহ রাজনৈতিক বিষয়ে কথা বলেছেন এই সংগীতশিল্পী।</p> <p> </p> <p><strong>অনেক দিন পর বিটিভিতে গান করলেন, কেমন লাগছে?</strong></p> <p>এটা একটা রাষ্ট্রীয় টিভি চ্যানেল। শুধু আমার না, অনেক সংগীতশিল্পীর আগ্রহ আছে। এই কারণে অবশ্যই ভালো লাগছে। দুঃখজনক ব্যাপার হলো, সেখানে আমি টানা ১০ বছর ওখানে গান গাওয়ার সুযোগ পাইনি। কষ্ট ছিল। বলতে পারেন একটা অভিমান জমা ছিল। সেটা কমে গেছে।</p> <p> </p> <p><strong>কখনোই কি ডাকেনি?</strong></p> <p>গান গাওয়াার জন্য কখনো ডাকেনি। মাঝে বাংলাদেশ টেলিভিশনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু আমরা যারা কণ্ঠশ্রমিক তারা তো অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার চেয়ে গান গাওয়ার আমন্ত্রণে পেলে বেশি খুশি হই। কিন্তু সেটা যখন না পাই তখন আসলে এসব আমন্ত্রণ পেলে খুশি হওয়ার চেয়ে বেশি খারাপ লাগে।</p> <p> </p> <p><strong>‘প্রিয়তম বাংলাদেশ’ অনুষ্ঠানে শুধু আপনার গানই শোনা গেল।</strong></p> <p>হ্যাঁ। পাঁচটি দেশের গান করেছি। সবগুলোই আমার গাওয়া। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন আমার স্বামী মইনুল ইসলাম খান। অনুষ্ঠানের পরে গানগুলো ফিলার হিসেবে বিটিভিতে প্রচারিত হবে নিয়মিত।</p> <p> </p> <p><strong>দেশে একটা পরিবর্তন হয়েছে। স্বৈরাচার সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আড়াই মাসে কেমন মনে হচ্ছে সব কিছু?</strong></p> <p>এত তাড়াতাড়ি আসলে কোনো কিছু নিয়ে মন্তব্য করা কঠিন। তা ছাড়া তাদের সব কিছু নিয়ে কাজের এখতিয়ারও নেই। এত কিছু সংস্কার করতে হচ্ছে যে সংস্কারের তালিকা বাংলাদেশের দৈর্ঘ্যর চেয়ে লম্বা। পাশাপাশি সবাই যার যার জায়গা থেকে দাবি জানাচ্ছে। তবে আমি মনে করি, এত অল্প সময়ের মধ্যে এখনই তাদের নিয়ে মন্তব্য করা উচিত হবে না। আশা করছি দেশের জন্য তারা ভালো কিছুই করবেন।</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/কনক চাপা (1).jpg" width="1000" /> <figcaption>কনকচাঁপা। ছবি: ফেসবুক থেকে নেয়া</figcaption> </figure> <p><strong>আপনি বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর হয়ে একবার জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন। এত দিন পরে দলটি স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে। পাশাপাশি কর্মীদের নানা কার্যক্রমও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এসব নিয়ে আপনার কোনো মন্তব্য আছে?</strong></p> <p>দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক নেতাকর্মীকে বহিষ্কারসহ পুরো কমিটিও বিলুপ্ত করা হচ্ছে। দিনে দিনে বিএনপি জনগণের আরো কাছে এসেছে। এইবার স্বচ্ছভাবে সব কিছু হবে। বিএনপিও বদলে যাচ্ছে।</p> <p> </p> <p><strong>গেল ১৭ বছরে রাজনৈতিক কার্যক্রম চালাতে বিএনপির কোনো ভুল ছিল বলে কি আপনি মনে করেন?</strong></p> <p>সেটা তো আমি বলতে পারব না। আমি বিএনপির একজন কর্মী। এটা যারা নীতিনির্ধারক তারা ভালো বলতে পারবেন। </p> <p> </p> <p><strong>দেশে খুব দ্রুত নির্বাচন হবে বলে জানা গেছে। আপনি কি আবার সংসদ নির্বাচনে প্রার্থী হবেন?</strong></p> <p>অবশ্যই। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন।</p> <p> </p>