<p style="text-align:justify">ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় নিহত আন্দোলনকারীদের লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।</p> <p style="text-align:justify">এর আগে গতকাল রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর তাকে শাহবাগ থানায় আনা হয়। পরে আজ সকালে পুলিশি নিরাপত্তায় শহিদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।</p> <p style="text-align:justify">শহিদুল ইসলাম আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) টেকনাফে কর্মরত ছিলেন। গতকাল তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিমউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন। </p> <p style="text-align:justify">প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।</p>