<p style="text-align:justify">মাদারীপুর জেলার শিবচরে পদ্মা নদীতে অভিযানে গিয়ে জেলে ও স্থানীয়দের তোপের মুখে পড়েছে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের একটি দল। শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে পদ্মা নদীর চরজানাজাত এলাকার হীরাখার বাজারে এ ঘটনা ঘটে। জেলে ও স্থানীয়রা আক্রমণে উদ্যত হলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ওই দল।</p> <p style="text-align:justify">মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে পদ্মা নদীর চরজানাজাত এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় অভিযানে যায় বলে জানিয়েছেন শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমরা নিয়মিত পদ্মায় অভিযান চালাচ্ছি। বিপুল পরিমাণ জাল জব্দসহ জেলেদেরও আটক করা হচ্ছে। শুক্রবার বিকেলে অভিযানে গেলে হীরাখাঁর বাজার এলাকায় হামলা চালায় জেলেসহ স্থানীয়রা। এ সময় আমরা দ্রুত নিরাপদ স্থানে চলে আসি। নদীর পাড়ের ওই বাজারে ইলিশ বিক্রি হয়।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘নদীতে অভিযানের পাশাপাশি নদীর পাড়ের অস্থায়ী বাজারেও আমরা অভিযান চালিয়েছি। শুক্রবার ওই বাজারে অভিযানে গেলে স্থানীয়রা হামলা চালায়। আমরা দ্রুত নদীর মাঝে অবস্থান নিয়ে হামলা থেকে রক্ষা পাই। বর্তমানে নদীতে কোস্ট গার্ড ও নৌ পুলিশের দুটি টিম রয়েছে।’</p>