<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর তাঁতিবাজার পূজামণ্ডপে হামলার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার দুপুর আড়াইটায় পুরান ঢাকাবাসীর ব্যানারে তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা এসে ক্ষমা না চাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপকমিশনার মো. জসিম উদ্দিনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিক্ষোভে শতাধিক লোক অংশ নেয়। এ সময় প্রায় তিন ঘণ্টা তাঁতিবাজার মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এ সময় সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিক্ষোভে নেতৃত্ব দেন মহানগর কেন্দ্রীয় পূজা কমিটির আজীবন সদস্য সুমন গোস্বামীর ফুলক ও সংখ্যালঘু অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুস্মিতা কর। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিক্ষোভে বক্তারা বলেন, শুক্রবার তাঁতিবাজার পূজামণ্ডপে হামলার ঘটনায় অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আগামীকাল রবিবার প্রতিমা বিসর্জনের আগেই অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। এ সময় গতকালের হামলার ঘটনায় আহত দুজন হিন্দু ব্যক্তির নামের শুরুতে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোহাম্মদ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উল্লেখ করে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ধরনের হলুদ সাংবাদিকতা বন্ধ করার আহবানও জানান তাঁরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত শুক্রবার রাতে চার-পাঁচজন দুষ্কৃতকারীর হামলায় কয়েকজন আহত হয়েছে। সংবাদ পাওয়ার পর রাতেই আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও চিকিৎসার সব খরচ বহন করার কথা বলেন তিনি। পাশাপাশি দোষীদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা দেন।</span></span></span></span></p>