<p>বাংলাদেশ থেকে তথাকথিত সংখ্যালঘু-সংখ্যাগুরু শব্দ বাতিল করতে চাই। আমরা সবাই সমান ও বাংলাদেশি। এই রাষ্ট্রের নাগরিক। দেশনায়ক তারেক রহমান বলেছেন এই রাষ্ট্রে সবার সমান অধিকার।</p> <p>বিএনপি নির্বাহী কমিটি সদস্য ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এসব কথা বলেছেন।</p> <p>শনিবার (১২ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।</p> <p>ইকবাল হোসেন শ্যামল আরো বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাষ্ট্র আমার আপনার সবার। আমরা সবাই এই রাষ্ট্রের নাগরিক। সকল সুযোগ-সুবিধা পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে। মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য। বিএনপি ও ছাত্র-জনতার অংশগ্রহণে দ্বিতীয় একটি মুক্তিযুদ্ধ পেয়েছি। আশা করছি এর মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।</p> <p>তিনি বলেন, আপনারা (হিন্দু) নিরাপত্তাহীনতায় ভুগবেন না। আমরা আপনাদের পাশে আছি। দৃঢ় উদ্যমে নতুন বাংলাদেশে সবাই মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করব। আপনাদেরকে আশ্বস্ত করছি আগামী দিনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সনাতন ধর্মালম্বী ভাইদের পাশে থাকবে।</p> <p>এদিকে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ওই সময় তিনি দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে মণ্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে অনুদানের অর্থ তোলে দেন।</p> <p>এ সময় তার সঙ্গে ছিলেন- রায়পুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক টিপু, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ হোসেন নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইয়াকুব আলী, জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক সামু, উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, পৌর যুবদল সদস্য সচিব সুমন নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক জাকির মাস্টার, সদস্য সচিব মাসুদ মিয়াসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।</p>