<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র কয়েক দিন কিছুটা সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ পেয়েছিলেন ভোক্তারা। কিন্তু মধ্য আগস্ট থেকে আবারও ঊর্ধ্বমুখী হয়ে পড়ে বাজার। সব শেষ বেড়েছে কাঁচা মরিচের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে যেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল রবিবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযানে একজন ফড়িয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি রাজধানীর বাইরে থেকে পণ্যবোঝাই ট্রাক থেকে লাউ কিনে প্রতিটি আট টাকা লাভ করছিলেন একই বাজারে। ব্যবসার কোনো সনদ না থাকায় তাঁকে এই জরিমানা করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় সেখানে থাকা মগবাজারের বাসিন্দা তাসলিমা আখতার কালের কণ্ঠকে বলেন, এভাবে কয়েক হাত ঘুরে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে। অথচ কৃষক তেমন লাভ করতে পারছেন না। ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করছেন অনৈতিকভাবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ভোক্তা বলেন, পণ্য সরবরাহ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে আলাদা নিয়মিত তদারকি প্রয়োজন। আর এটা যেন চলমান থাকে।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে সবজি, ডিম, ব্রয়লার মুরগির দাম বেড়েই চলেছে। বাজারে এসব পণ্যের দাম বৃদ্ধির পেছনে আড়তদারদের সংশ্লিষ্টতা রয়েছে। সংস্থাটি বলেছে, আড়তদারদের যোগসাজশে পাইকারি, ব্যাপারী ও খুচরা ব্যবসায়ী সবাই একত্র হয়ে দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে থাকে। সমপ্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বাজার পর্যবেক্ষণ করে বিভিন্ন অনিয়ম ও কারসাজির প্রমাণ পেয়েছে তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এই টাস্কফোর্সসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলায় অভিযান পরিচালনা করছেন। শনিবারও ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে এসব তদারকি কার্যক্রম চালানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগরে ভোক্তা অধিদপ্তরের মোট ছয়টি দল বিভিন্ন কাঁচাবাজার পরিদর্শন করে। সহকারী পরিচালক মো. আবদুস সালামের নেতৃত্বে একটি দল কারওয়ান বাজার ও বনানী কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে। তাদের তদারকিতে উঠে আসে পণ্যের দাম বৃদ্ধি ও অবৈধ ব্যাবসায়িক কার্যক্রমের নানা তথ্য।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারওয়ান বাজারে প্রায় এক হাজার ২০০ জন অবৈধ ফড়িয়া ব্যবসায়ী আছেন। তাঁদের কোনো ধরনের নিবন্ধন, রশিদ বই বা অন্য কোনো অনুমোদন নেই। অভিযানে প্রমাণ পাওয়া গেছে, সবজির দাম বৃদ্ধিতে আড়তদারদের সংশ্লিষ্টতা রয়েছে। আড়তদারদের যোগসাজশে পাইকারি, ব্যাপারী, খুচরা ব্যবসায়ী সবাই একসঙ্গে দাম বাড়াচ্ছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারওয়ান বাজারে অবৈধভাবে ব্যবসা করা ও দাম বৃদ্ধির কারসাজির অভিযোগে গতকাল পাঁচজনকে ৮৮ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে বনানী কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, দোকান বরাদ্দ দেওয়া হয়েছে এমন অনেকে নিজে ব্যবসা না করে বরাদ্দ পাওয়া জায়গা অন্যদের কাছে ২৫ থেকে ৩৬ হাজার টাকায় ভাড়া দিয়েছেন। এতে করেও খুচরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানায় ভোক্তা অধিদপ্তর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ অপরাধে গতকাল বনানী কাঁচাবাজারের আট প্রতিষ্ঠানকে এক লাখ ৯ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া গতকাল দেশের ৩৬টি জেলায় ভোক্তা অধিদপ্তরের ৪২টি দল অভিযান পরিচালনা করে। এসব অভিযানের সময় ৮৭টি প্রতিষ্ঠানকে চার লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা অধিদপ্তরের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>