<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিন্দু ধর্মাবলম্বীদের ধন ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীপূজা আজ বুধবার। শারদ পূর্ণিমা অর্থাৎ আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপূজার দিনটিতে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে বিশেষ আনন্দ ও উৎসাহের সঙ্গে এই পূজা করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্জিকা মতে, আজ রাত ৯টা ১২ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ২৬ মিনিট পর্যন্ত লক্ষ্মীপূজার আয়োজন করতে পারবে ভক্তরা। এই দিন দেবী লক্ষ্মীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণের আগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে আলপনা আঁকার মাধ্যমে লক্ষ্মী দেবীকে আহবান জানানো হয়। ভক্তরা  লক্ষ্মী দেবীর কাছে তাদের আয়-উন্নতির জন্যও প্রার্থনা করবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাস্ত্র মতে, লক্ষ্মী দেবী খুব অল্পেই সন্তুষ্ট; কিন্তু উপযুক্ত নিয়মাবলি ও কিছু বিধি-নিষেধ মেনে দেবীকে আহবান জানাতে হয়। রীতি অনুযায়ী এই দিনে বাঙালি হিন্দু গৃহবধূরা পূজা শেষ না হওয়া পর্যন্ত উপবাস থাকে। পূজা শেষে লক্ষ্মীর পাঁচালী পাঠ করে। রাজধানী থেকে শুরু করে সারা দেশে প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরের আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপে আল্পনা আঁকা এবং মোমবাতি প্রজ্বা্বলনও করে তারা।</span></span></span></span></p>