<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা উদযাপিত হয়েছে। বাঙালি হিন্দুদের ঘরে ঘরে এই পূজার আয়োজন করা হয়। শারদ পূর্ণিমা অর্থাৎ আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথির দিনটিতে বিশেষ আনন্দ ও উৎসাহের সঙ্গে ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা ও আরাধনা করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্জিকা মতে, গতকাল বুধবার রাত ৯টা ১২ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়, যা আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ২৬ মিনিটে শেষ হবে। লক্ষ্মী দেবীর পূজা উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন। বিভিন্ন মন্দির ও মণ্ডপের পাশাপাশি সবার ঘরে ঘরে পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং অতিথি আপ্যায়ন করা হয়। পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় দেবী লক্ষ্মীর পায়ের ছাপে আল্পনা আঁকা হয়। এই দিনে ভক্তরা লক্ষ্মী দেবীর কাছে তাঁদের আয়-উন্নতির জন্যও প্রার্থনা করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, রাজধানীর রামসীতা মন্দির, রমনা কালীবাড়ি মন্দির, ঠাঁটারীবাজার পঞ্চানন্দ শিবমন্দির, গৌতম মন্দির, রাধা মাধব বিগ্রহ মন্দিরসহ সারা দেশের প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে লক্ষ্মী দেবীর পূজা সাড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাস্ত্র মতে, লক্ষ্মী দেবী খুব অল্পতেই সন্তুষ্ট। কিন্তু উপযুক্ত নিয়মাবলি ও কিছু বিধি-নিষেধ মেনে দেবীকে আহবান জানাতে হয়। তাই রীতি অনুযায়ী এই দিনে বাঙালি হিন্দু গৃহবধূরা পূজা শেষ না হওয়ার পর্যন্ত উপবাস থাকেন। পূজা শেষে লক্ষ্মীর পাঁচালি পাঠ করেন। প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরের আঙিনায় দেবী লক্ষ্মীর পায়ের ছাপে আল্পনা আঁকা এবং মোমবাতি প্রজ্বালনও করেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>