<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে আরো তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মুহম্মদ আলী আহসান তাঁদের জবানবন্দি রেকর্ড করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। পরে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেন। সাক্ষীরা হলেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কাশেম, সাবেক মহাপরিচালক সৈয়দ আহমদ হাক্কানী এবং বাংলা গ্যাস ফিল্ড কম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপক পরিচালক জাহাঙ্গীর কবির। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এই মামলা হয়। এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।</span></span></span></span></p>