<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী ৬০ বছর পূর্ণ করলেন। আজ ৩০ অক্টোবর তাঁর  ৬১তম জন্মদিন। তিনি নারায়ণগঞ্জের গোদনাইলে ১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুরের সিকিরচর গ্রামে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হুমায়ূন কবীর ঢালী কলেজজীবনেই লেখালেখি শুরু করেন। মূলত প্রেমের গল্প-উপন্যাস দিয়ে সাহিত্যে পদার্পণ করেন তিনি। পরবর্তী সময়ে শিশুসাহিত্যের প্রতি নিবেদিত হন। শিশুসাহিত্যিক হিসেবে তিনি দেশে ও দেশের বাইরেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর লেখা শিশুসাহিত্য বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বিদেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে তাঁর একাধিক গ্রন্থ।</span></span></span></span></p> <p> </p>