<p>বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের ১১টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। এসব মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই রায় দেন।</p> <p>আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. জাকির হোসেন, মো. আজমল হোসেন খোকনসহ বিএনপিন্থি আইনজীবীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেন হেটমায়ার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730271745-9d221abe7e272b274df7165f9a434484.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেন হেটমায়ার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/30/1440787" target="_blank"> </a></div> </div> <p>রায়ের পর আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘১১টি মামলার মধ্যে নাশকতার অভিযোগের ১০টি মামলা, অন্য মামলাটি রাষ্ট্রদ্রোহ অভিযোগে করা হয়েছিল। নাশকতার অভিযোগে মামলাগুলোর এজাহারে খালেদা জিয়ার নাম ছিল না। তদন্তের পর অভিযোগপত্র দেওয়ার সময় অহেতুকভাবে বিএনপির চেয়ারপারসনের নাম ঢুকানো হয়েছে। এই মামলাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে প্রাথমিকভাবে রুল নিয়েছিলাম। শুনানির পর রুল যথাযথ ঘোষণা করে মামলাগুলো বাতিল করেছেন।’</p> <p>রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়ে এই আইনজীবী বলেন, ‘সরকারের অনুমতি না নিয়ে কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা যায় না। যে মামলাটি আজ হাইকোর্ট বাতিল করেছেন, এই মামলাটি করার ক্ষেত্রে সরকারের কোনো অনুমতি ছিল না। অনুমতি না থাক সত্ত্বেও বেগম খালেদা জিয়াকে এই মামলায় সম্পৃক্ত করে অভিযোগ পত্র দিয়েছে। এই মামলাটিও হাইকোর্ট বাতিল করে দিয়েছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উখিয়ায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730271589-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উখিয়ায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/30/1440786" target="_blank"> </a></div> </div> <p>ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সবগেুলো মামলার কার‌্যক্রম হাইকোর্টের আদেশে এতদিন স্থগিত ছিল। এখন সেগুলো বাতিল করা হয়েছে। বাতিল হওয়ায় এসব মামলার আর অস্তিত্ব থাকছে না।’ </p> <p>ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা গত ১৫ বছর ধরে বলে আসছি দেশে আইনের শাসন নেই। খালেদা জিয়া-তারেক রহমানসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো ছিল বেআইনি। অর্থাৎ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলাগুলো করা হয়নি। সেই বক্তব্য আজকে প্রমাণ হয়েছে। ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করলে নাশকতার মামলা হয় না। তা জেনেও তারা এই মামলাগুলোতে খালেদা জিয়াকে আসামি করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া ১১ মামলা বাতিল করলেন হাইকোর্ট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730271517-7d50ac07110deb9e6a7509eec550d0dc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া ১১ মামলা বাতিল করলেন হাইকোর্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/30/1440785" target="_blank"> </a></div> </div> <p>আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপিল বিভাগের সিদ্ধান্ত আছে, কাউকে নাশকতা মামলার আসামি করলে ঘটনাস্থলে সেই ব্যক্তির উপস্থিতি থাকতে হবে। যখন এই মামলাগুলো করা হয়েছে, তখন বিএনপির চেয়ারপারসন গুলশান কার‌্যালয়ে অবরুদ্ধ ছিলেন। হিংসার বসবর্তী হয়ে খালেদা জিয়াকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে হেয়প্রিতিপন্ন করার জন্য এই মামলাগুলো করা হয়েছিল। আজকে উভয়পক্ষের শুনানির পর এটাই প্রমাণ হয়েছে, তখন দেশে আইনের শাসন ছিল না। এখন দেশে আইনের শাসন কায়েম হতে চলেছে।’</p> <p>এই আইনজীবীরা জানিয়েছেন, পতিত সরকারের শাসনামলে খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছিল। এর মধ্যে দুইটি মামলার দণ্ডাদেশ রাষ্ট্রপতি মওকুফ করেছেন। সব মিলিয়ে ১৯টি মামলা বাতিল হয়েছে। বাকি মামলাগুলোর বিচারের বিভিন্ন পর্যায়ে আছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বাকি মামলাগুলো মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।</p> <p>মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী। মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন ছিল বলে জানিয়েছেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও রাস্তায় শিক্ষার্থীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730271225-3a4f10358e0b60436dbb57e3600c1bd6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও রাস্তায় শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/30/1440784" target="_blank"> </a></div> </div> <p>এই আইনজীবী জানান, নাশকতার যে ১০টি মামলা হাইকোর্ট বাতিল করেছেন, তার মধ্যে রাজধানীর দারুসসালাম থানার মামলা ৭টি। বাকি ৩টি মামলা যাত্রাবাড়ি থানার। ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় পরের দিন ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়।</p> <p>অপরদিকে ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে ৮টি মামলা করা হয়। এই আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়। খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাবিতে শিবিরের আত্মপ্রকাশে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730270854-54871757580c6ba94f1d60d23f27f8ce.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাবিতে শিবিরের আত্মপ্রকাশে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/30/1440782" target="_blank"> </a></div> </div> <p>এর আগে, গত ২৩ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চার মামলা বাতিল করেন হাইকোর্টের এই বেঞ্চ। চারটি মামলাই রাজধানীর কাফরুল থানার। ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালের ঘটনা দেখিয়ে ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাগুলো করা হয়েছিল। চারটি মামলার মধ্যে তিনটি মামলার এজাহারে তারেক রহমানের নাম ছিল না। </p>