<p>ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে শাটল বাস চালু হচ্ছে।</p> <p>বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ নভেম্বর সন্ধ্যায় কলা ও মানবিক অনুষদ ভবনসংলগ্ন এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজি বাইক, নছিমন, করিমন, ভটভটি, মোটরসাইকেল এবং লাইসেন্সবিহীন অন্যান্য যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলো।</p> <p>এ ছাড়া ক্যাম্পাসে শাটল বাস চালু নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস থেকে এক বিশেষ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে। পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আওলাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত আগামীকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন রুটে নির্ধারিত সময়ে শাটল বাস চলাচল করবে।</p> <p>বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সকাল ৮-১০টা পর্যন্ত প্রতি এক ঘণ্টা পর পর রুটসমূহে দুটি করে বাস চলবে। তবে ১১টায় একটি করে এবং ১২টায় দুটি করে বাস চলবে। পরবর্তীতে আবার দুপুর আড়াইটা থেকে প্রতি এক ঘণ্টা পর পর রাত সাড়ে ৯টা পর্যন্ত রুটসমূহে একটি করে শাটল বাস চলাচল করবে। শুধু সাড়ে ৪টায় রুটে দুটি বাস চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি থাকবে।</p>