<p>সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে ৭০০ শিক্ষার্থীকে নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। পার্ট টাইম চাকরি হিসেবে দিনে চার ঘণ্টা দায়িত্ব পালন করবেন তারা।</p> <p>অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন। ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘এক দুপুরে, হাসিনার পুকুরে...’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730108023-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘এক দুপুরে, হাসিনার পুকুরে...’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/28/1440057" target="_blank"> </a></div> </div> <p>আসিফ মাহমুদ বলেন, বলেন, প্রত্যেক সেক্টরেই শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়া হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। এক হাজার যুবক নিয়ে ট্রাফিক সচেতনতামূলক একটি কোর্স করানো হয়। সেখান থেকেই ৭০০ জন যোগ দিচ্ছেন, বলে জানান তিনি।</p> <p>ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৪০০ জন নেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনের নিয়োগ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আসিফ মাহমুদের হাস্যরস স্ট্যাটাস ভাইরাল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728467476-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আসিফ মাহমুদের হাস্যরস স্ট্যাটাস ভাইরাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/09/1433451" target="_blank"> </a></div> </div> <p>শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।</p> <p>দেশে ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থান করার উদ্যোগ নেবে সরকার। এবং ৯ লাখ যুবককে ট্রেনিং দেওয়া হবে বলেও জানান তিনি।</p>