<p>বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় গতকাল শুক্রবার ৫০ কেজি চাল উপহার দেওয়া হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন এবং প্লাস্টিক সচেতনতামূলক সভা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—</p> <p><img alt="ঠাকুরগাঁওয়ে এতিমখানায় ৫০ কেজি চাল উপহার" height="55" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/19-10-2024/Rif/19-10-2024-p4-4.jpg" style="float:left" width="300" />ঠাকুরগাঁও : সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের কোঠাপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে গতকাল এই উপহার তুলে দেন ঠাকুরগাঁও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ শাহ আলম, বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার মো. রাতুল হাসান শাফি, কার্যকরী সদস্য আসরারুল হক জামালী, আবু সুফিয়ান, লাবু প্রমুখ।</p> <p>রাতুল বলেন, ‘মাদরাসায় ভালো কাজ করলে নিজের আত্মার ভেতরে এক প্রশান্তি কাজ করে। বসুন্ধরা শুভসংঘ এমন সহায়তাসহ অজস্র শুভ কাজ করে যাচ্ছে।’</p> <p>লোহাগাড়া (চট্টগ্রাম) : গত বৃহস্পতিবার উপজেলার মৌলানা সোলতান হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘের লোহাগাড়া উপজেলার সভাপতি নাহিয়ান চৌধুরী।</p> <p>এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমীন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আ স ম মনির উদ্দিন, ইউপি মেম্বার আবু হেনা মোস্তফা কামাল এবং প্রধান শিক্ষক মুহাম্মাদ মঈনউদ্দীন।</p> <p>মোস্তফা আমীন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে আসতে পেরে আমি আবেগাপ্লুত। তোমরা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, ভালোভাবে লেখাপড়া করে এ দেশকে এগিয়ে নিতে হবে। তোমাদের মধ্যে ভবিষ্যতে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি বড় অফিসার হবে; তাই নিজেকে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’</p> <p>আ স ম মনির উদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই কার্যক্রমকে স্বাগত জানাই। তারা ছোট ছোট শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শিক্ষাসামগ্রী নিয়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।’</p> <p>লোহাগাড়া বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সদস্য জিল্লুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে কয়েক বছর ধরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করে আসছি। ভবিষ্যতে এই কাজ চলমান থাকবে।’</p> <p>ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের ৩২ সদস্যের নতুন কমিটি গঠন ও প্লাস্টিক সচেতনতামূলক সভা হয়েছে। এতে সোহেল রানাকে সভাপতি ও আরিফুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক করা হয়।</p> <p>গতকাল বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার আয়োজনে ফুলবাড়ী ভিমলপুর ইশতেমা মাঠ প্রাঙ্গণে উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ’র ফুলবাড়ী প্রতিনিধি আনোয়ার সাদাতের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।</p> <p>আনোয়ার সাদাত প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ফেসবুকে ও সামাজিকভাবে ক্যাম্পেইন করার সিদ্ধান্তের কথা বলেন। একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে কাপড়ের বা পাটের তৈরি ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।</p> <p>সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত বসুন্ধরা শুভসংঘ কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. মেহেদুল ইসলাম, মানিক চন্দ্র ও অপু আহম্মেদ সনি; যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাযকুরুনি শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসানুর রহমান, আইসিটি রাশেদ ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক মো. সোহানুর রহমান, নারীবিষয়ক সম্পাদক বন্যা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার সুবর্ণা প্রমুখ।</p> <p> </p>