<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় দুর্বল সাতটি ব্যাংককে ছয় হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের স্বল্পমেয়াদি অর্থায়নের চাহিদা মেটাতে এই সহায়তা দেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো। এতে আর্থিকভাবে কিছুটা সংকট কাটিয়ে উঠছে তারা। অতিরিক্ত কোনো টাকা না ছাপিয়েই এই সহায়তা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টি দিয়েছে, যার আওতায় সবল ব্যাংক থেকে এই তহবিল ঋণ হিসেবে নিতে পেরেছে দুর্বল ব্যাংকগুলো। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি তারল্য সহায়তা পেয়েছে জানিয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাতটি ব্যাংক থেকে ইসলামী ব্যাংক তারল্য পেয়েছে দুই হাজার ৯৫ কোটি টাকা। এ ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক ছয়টি ব্যাংক থেকে এক হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে এক হাজার কোটি ও গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ২৯৫ কোটি টাকা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি জানান, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি ও ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। এসব ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংককে আরো বেশি অর্থ সহায়তা দিতে সবল ব্যাংকগুলোকে আহবান জানান তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ৬ নভেম্বর অর্থসংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে পাঁচ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।</span></span></span></span></p>