<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতির অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে ২৪টি মামলা করেছে দেশটির দূতাবাস, তবে গত আড়াই বছরে একটি মামলারও বিচার হয়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে জালিয়াতচক্র নানা ধরনের কৌশল নেয়। বিভিন্ন দেশের জাল সিলযুক্ত ভিসা ও ইমিগ্রেশনের তথ্য তারা পাসপোর্টে ব্যবহার করে। শুধু তা-ই নয়, কথিত এনজিওর আড়ালেও তারা ভিসা পেতে আবেদন করে। পরে তারা ভিসাপ্রত্যাশীদের নিশ্চয়তা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালত সূত্রে জানা গেছে, এমন ঘটনায় ২০২২ সাল থেকে গত আড়াই বছরে ২৪টি মামলাও করেছে মার্কিন দূতাবাস। তবে এসব মামলায় কারো বিচার হয়নি। এসব মামলায় অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২২ সালে ১২ আসামির বিরুদ্ধে আটটি মামলা হয়। এর মধ্যে অভিযোগের সত্যতা পেয়ে পাঁচটি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে তথ্যগত ভুল উল্লেখ করে পৃথক দুটি মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দেন। এ ছাড়া একটি মামলার তদন্ত এখনো শেষ হয়নি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩ সালে ১১টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে মাত্র একটি মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে অপর ১০টি মামলা এখনো তদন্তাধীন। একই ঘটনায় চলতি বছরে আরো পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় ৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। তবে কোনো মামলার তদন্ত শেষ হয়নি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২২ সালের আগে এসব ঘটনায় মামলা হয়েছিল কি না সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিসাপ্রত্যাশীরা বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে প্রতারণার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। যারা প্রকৃত ভিসার জন্য আবেদন করেন, জালিয়াতচক্রের কারণে তাঁরা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। এসব জালিয়াতচক্রের হোতাদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারকে উদ্যোগী হতে হবে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন দূতাবাস এর মধ্যে ভিসা জালিয়াতি বিষয়ে সতর্কতামূলক বিবৃতি দিয়েছে। সেখানে তারা উল্লেখ করে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করার জন্য কোনো এজেন্সি বা দালালের সহায়তার প্রয়োজন নেই। ভিসা আবেদনকারীরা নিজেরাই অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এ জন্য প্রয়োজনীয় সব তথ্য ও নির্দেশিকা যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া আছে।   </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার তদন্ত কার্যক্রম নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অত্যন্ত পেশাদারিত্ব বজায় রেখে প্রতিটি মামলার তদন্ত করা হয়। তদন্ত কর্মকর্তা তাঁর ঊর্ধ্বতন তদারক কর্মকর্তার পরামর্শ ও দিকনির্দেশনায় মামলার ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করেন। সময়ক্ষেপণ না করে যৌক্তিক সময়ে এসব মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>