<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা দেশে আজ শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবি ও সোমবার রাত ও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। সোমবার ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এই তিন দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মূলত ডিসেম্বর মাস থেকেই দেশে শীতের আধিক্য দেখা যায় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, চলতি বছরও এমনটি দেখা যাবে। এর আগে নভেম্বর মাসজুড়ে আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমার কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ কিছুটা মিললেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে শীত অনুভূত হচ্ছে না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়াবিদ হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, বর্তমানে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে শীতের কিছুটা আমেজ বিরাজ করছে। দিন ও রাতের তাপমাত্রা কমলে সেখানে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। তবে ঢাকা ও চট্টগ্রামে এখনো তাপমাত্রা কিছুটা বেশি। ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও এখনই শীতের অনুভূতি পাওয়া যাবে না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নভেম্বর মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়, এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে।</span></span></span></span></p>