<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটে পুলিশের অভিযানে পাথর সরাতেই মিলল শত শত বস্তা ভারতীয় চোরাই চিনি। এ ঘটনায় আকবর মিয়া (৪২) নামের একজনকে আটক করা হয়েছে। গতকাল এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির শাহপরান থানাধীন মুরাদপুর এলাকায় সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় মুরাদপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় পাথরের নিচে পলিথিন দিয়ে আবৃত ২৮০ বস্তা ভারতীয় চোরাই চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। এ সময় আকবর মিয়া নামের একজনকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আটকের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>