<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। এবার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৩ জানুয়ারি প্রাক-নির্বাচনী ও ১৩ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষা হবে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর গত সোমবার এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বুয়েটে ভর্তির জন্য ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তির আবেদন ফি ১৫ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া যাবে।</span></span></span></span></p> <p> </p>