<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় আহত সুমাইয়া আক্তার রিমি (২০) বাঁচতে চান। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। উপজেলার মকমতলা খানপুর গ্রামের দিনমজুর ইলিয়াস হোসাইনের মেয়ে রিমি মণিরামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। উল্লেখ্য, ১৭ নভেম্বর সকালে যশোর-চুকনগর মহাসড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই একই কলেজের এক শিক্ষার্থী নিহত হন। গুরুতর আহত রিমিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস  হাসপাতালে আনা হয়। কিন্তু সেখানে আইসিইউ ফাঁকা না থাকায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন আছেন। প্রতিদিন সেখানে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যা তার দরিদ্র বাবার পক্ষে জোগান দেওয়া অসম্ভব হয়ে পড়ছে। রিমির বাবা ইলিয়াস হোসাইন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিদিন অনেক টাকা খরচ হচ্ছে, যা বহন করা আমার পক্ষে সম্ভব না। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> যোগাযোগ : ০১৫২১৪৫৮৯৩৮, ০১৯৩৭৭৮৪৪২৯।</span></span></span></span></span></p>