<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন কমপক্ষে ১০ জন। পরে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ ঘটনা ঘটে। দগ্ধরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারখানার শ্রমিকরা জানান, বসুন্ধরা পেপার মিলের ইউনিট-১-এ এয়ারফ্রেশনার, ডিটারজেন্ট, অ্যারোসল, হারপিক ও মশার কয়েল তৈরি করা হয়। সকাল ১০টার দিকে কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিস ম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছে। কারখানায় বিপুল পরিমাণ কেমিক্যাল রয়েছে। তবে আগুন বেশিদূর ছড়াতে পারেনি। কারখানার শ্রমিকরাই আগুন নিয়ন্ত্রণ করেছেন।</span></span></span></span></p>