<p>চট্টগ্রামের রাউজানের পশ্চিম বিনাজুরী গ্রামে মাছ ধরার জাল নিয়ে বিরোধের জের ধরে একজনকে খুনের পর লাশ গুম করার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দেউলিয়াবিষয়ক আদালত) মো. জাহাঙ্গীর আলম এই রায় দেন।</p> <p>দণ্ডপ্রাপ্তরা হলেন উজ্জ্বল জলদাস ও সজল জলদাস। তাদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী গ্রামে। রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। পরে তাদের সাজামূলে কারাগারে পাঠানো হয়।</p> <p>আদালতের নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ৭ জুলাই রাতে পশ্চিম বিনাজুরী গ্রামের জেলেপাড়ার বাসিন্দা অসীম জলদাস মশার কয়েল কেনার জন্য দোকানে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। পরদিন তার লাশ পশ্চিম বিনাজুরী স্লুইস গেট কার্যালয়ের পেছনে সেপটিক ট্যাংকে পাওয়া যায়। অসীমকে গলায় ছুরিকাঘাত করে হত্যার পর লাশ গুম করে রাখার অভিযোগে তার স্ত্রী সাবিত্রী জলদাস রাউজান থানায় মামলা করেন।</p> <p>প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়ে পুলিশ উজ্জ্বল জলদাস ও সজল জলদাসকে গ্রেপ্তার করে। উভয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ২০১৩ সালের ২৪ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।</p>