<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে দুদক। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাগুলো করা হয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। অন্য আসামিরা হলেন সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, তাঁর স্ত্রী শিরিন আক্তার, ভাই এ বি এম শাহরিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী কামরুন নাহার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওফেলের বিরুদ্ধে মামলা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওফেলের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, মহিবুল হাসান চৌধুরী ঘোষিত সম্পদ বিবরণীতে পাঁচ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮১০ টাকার স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদের হিসাব জমা দিয়েছেন। এর মধ্যে দুই কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়নি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে নওফেলের স্ত্রী ইমার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই তাঁকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে মামলা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, তাঁর স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে মোট প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করা হয়েছে। মামলাগুলোতে মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তাঁর স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং তাঁর ভাই এ বি এম শাহরিয়ার বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে।</span></span></span></span></span></p>