<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের (গেটকিপার-ওয়েম্যান) আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বেতন দেওয়া হবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন আশ্বাসে রেলপথ ছেড়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে এই সময়ের মধ্যে বেতন না পেলে আগামী রবিবার আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে তেজগাঁওয়ে অবরোধ করা রেলপথ ছাড়েন আন্দোলনকারী শ্রমিকরা। ফলে তিন ঘণ্টা পর রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আন্দোলনের পর দুপুর ১টা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি লেভেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে যায়। এর আগে গতকাল সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বকেয়া বেতনের দাবিতে কিছু অস্থায়ী কর্মী তেজগাঁওয়ে রেলপথ অবরোধ করেন। এতে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয় তবে আগামী রবিবার সকালে আবারও এই আন্দোলন করা হবে। সেদিন কারো আশ্বাসে আমরা রেললাইন ছেড়ে যাব না। আমাদের বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইনে অবস্থান করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>