রাজধানীর পল্লবী থানা এলাকার বেনারসি পল্লীতে এক রাতে ছয়টি দোকান ও দুটি বাসায় হানা দিয়ে মালপত্র লুট করেছে ডাকাতদলের সদস্যরা। দেশব্যাপী যৌথ অভিযানের মধ্যেই গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গভীর রাতে ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত হানা দেয়। তারা প্রাইভেট কারে এসে দোকান ও বাসাবাড়ির মালপত্র লুট করে।
ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) দেখে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ বলছে, ঘটনায় জড়িতরা চোরচক্রের না ডাকাতদলের সদস্য তার তদন্ত চলছে। হঠাৎ করে এ ধরনের দুর্বৃত্তরা চুরি-ডাকাতি করছে। গভীর রাতে তারা একটি প্রাইভেট কারে এসে ছয়টি দোকান ও বাসাবাড়িতে হানা দেয় জানিয়ে তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন, তারা একটি মুদি দোকান থেকে বেশ কয়েক প্যাকেট সিগারেট এবং ক্যাশ বাক্সে থাকা ৬০ থেকে ৭০ হাজার টাকা লুটে নেয়।
এরপর পাশের অন্য এক দোকান থেকে শতাধিক পিস পাঞ্জাবি নিয়ে যায়, যার মূল্য ৫০ হাজার টাকার বেশি। এ ছাড়া তারা একটি বাসার গ্যারেজ থেকে গ্যাস সিলন্ডার নিয়ে যায়। এভাবে তারা কয়েক লাখ টাকার মালপত্র লুট করে বলে তথ্য পাওয়া গেছে।
ঘটনাস্থলের দুটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেট কার থেকে তিন ব্যক্তি নামে।
একজন ‘মা মণি’ স্টোর নামের একটি মুদি দোকানের তালা কাটতে শুরু করে। এ সময় তার সঙ্গে যোগ দেয় আরো দুই যুবক। এরপর তারা দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। সামনের দিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। সিসিটিভি ফুটেজে আরো দেখা গেছে, চক্রের তিন সদস্যের মধ্যে একজনের পায়ে কেডস, পরনে সবুজ স্যুট। একজন প্রথমে আশপাশে তাকাচ্ছিল। এরপর অন্য দুই সঙ্গী দোকানে ঢুকে একে একে সব মালপত্র বের করে নিয়ে আসে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলছে, দোকানের তালা কেটে ডাকাতদলের সদস্যরা কিছুক্ষণ গাড়িতে করে এদিক-ওদিক ঘুরে আবার এসে তালা কেটে রাখা ওই দোকানের মালপত্র ও নগদ টাকা লুট করে চলে যায়। পরে আবার ফিরে এসে শাটার খুলে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী গাড়িতে তুলে নেয়। এরপর একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় ডাকাতি চালায় চক্রটি। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান।