ঢাকা, সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬

সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত হয়নি : নাহিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত হয়নি : নাহিদ

রাজনৈতিক দল গঠন বা সরকার থেকে পদত্যাগের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার তথ্য ভবনে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সাংবাদিকদের পরিবার ও আহত সাংবাদিকদের সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয়নি। এ রকম কিছু হলে আমরা নিজেরাই বলব।

পত্রিকায় আসলে কোন উৎস থেকে বলা হয়েছে তা পরিষ্কার করেনি। তিনি আরো বলেন, রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

রাজধানীতে প্রাইভেট কারে এসে ছয় দোকান ও বাসায় লুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে প্রাইভেট কারে এসে ছয় দোকান ও বাসায় লুট

রাজধানীর পল্লবী থানা এলাকার বেনারসি পল্লীতে এক রাতে ছয়টি দোকান ও দুটি বাসায় হানা দিয়ে মালপত্র লুট করেছে ডাকাতদলের সদস্যরা। দেশব্যাপী যৌথ অভিযানের মধ্যেই গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গভীর রাতে ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত হানা দেয়। তারা প্রাইভেট কারে এসে দোকান ও বাসাবাড়ির মালপত্র লুট করে।

ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) দেখে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ বলছে, ঘটনায় জড়িতরা চোরচক্রের না ডাকাতদলের সদস্য তার তদন্ত চলছে। হঠাৎ করে এ ধরনের দুর্বৃত্তরা চুরি-ডাকাতি করছে। গভীর রাতে তারা একটি প্রাইভেট কারে এসে ছয়টি দোকান ও বাসাবাড়িতে হানা দেয় জানিয়ে তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন, তারা একটি মুদি দোকান থেকে বেশ কয়েক প্যাকেট সিগারেট এবং ক্যাশ বাক্সে থাকা ৬০ থেকে ৭০ হাজার টাকা লুটে নেয়।

এরপর পাশের অন্য এক দোকান থেকে শতাধিক পিস পাঞ্জাবি নিয়ে যায়, যার মূল্য ৫০ হাজার টাকার বেশি। এ ছাড়া তারা একটি বাসার গ্যারেজ থেকে গ্যাস সিলন্ডার নিয়ে যায়। এভাবে তারা কয়েক লাখ টাকার মালপত্র লুট করে বলে তথ্য পাওয়া গেছে।

ঘটনাস্থলের দুটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেট কার থেকে তিন ব্যক্তি নামে।

একজন মা মণি স্টোর নামের একটি মুদি দোকানের তালা কাটতে শুরু করে। এ সময় তার সঙ্গে যোগ দেয় আরো দুই যুবক। এরপর তারা দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। সামনের দিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। সিসিটিভি ফুটেজে আরো দেখা গেছে, চক্রের তিন সদস্যের মধ্যে একজনের পায়ে কেডস, পরনে সবুজ স্যুট।
একজন প্রথমে আশপাশে তাকাচ্ছিল। এরপর অন্য দুই সঙ্গী দোকানে ঢুকে একে একে সব মালপত্র বের করে নিয়ে আসে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলছে, দোকানের তালা কেটে ডাকাতদলের সদস্যরা কিছুক্ষণ গাড়িতে করে এদিক-ওদিক ঘুরে আবার এসে তালা কেটে রাখা ওই দোকানের মালপত্র ও নগদ টাকা লুট করে চলে যায়। পরে আবার ফিরে এসে শাটার খুলে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী গাড়িতে তুলে নেয়। এরপর একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় ডাকাতি চালায় চক্রটি। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান।

মন্তব্য

প্রকাশ্যে দুজনকে কোপানোর মামলায় তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রকাশ্যে দুজনকে কোপানোর মামলায় তিনজন কারাগারে

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক পুরুষ ও এক নারীকে কোপানোর মামলায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত এই আদেশ দেন। আসামিরা হলেন মো. আলফাজ মিয়া শিশির, সজীব ও মেহেদী হাসান সাইফ।

আদালত সূত্রে জানা গেছে, এদিন রিমান্ড শেষে তিনজনকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. দ্বীন ইসলাম তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা গত সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল।

এ সময় রিকশা থেকে এক পুরুষ ও এক নারী এর প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে একসঙ্গে জড়ো করে। এরপর তাঁদের প্রকাশ্যে কোপায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন ভুক্তভোগী পুরুষ এবং তাঁর সঙ্গে থাকা এক নারী পথচারীকে রামদা দিয়ে কোপাচ্ছেন। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাতজোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

আমার কথা শুনলে হাসিনাকে পালাতে হতো না : অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আমার কথা শুনলে হাসিনাকে পালাতে হতো না : অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, আমি শেখ হাসিনাকে তিন বছর আগেই সতর্ক করেছিলাম। আমার কথা শুনলে শেখ হাসিনাকে এভাবে ভারতে পালিয়ে যেতে হতো না। শেখ হাসিনার দাম্ভিকতাই শেখ হাসিনাকে ধ্বংস করেছে। বিশ্বের প্রতিটি স্বৈরশাসকের এভাবেই পতন হয়েছে।

গতকাল শনিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এলডিপি ও অঙ্গসংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ বলেন, দেশে আর কাউকে ভারতের দালাল হিসেবে কাজ করতে দেওয়া হবে না। আমরা ভারতের বিপক্ষে না, কোনো দেশের বিরুদ্ধে না। ইসলাম ধর্ম অনুযায়ী, যারা আমাদের সাহায্য-সহযোগিতা করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

তবে বেশি গুঁতাগুঁতি করলে ভালো হবে না।

লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলডিপি নেতা অধ্যাপক ওমর ফারুক, এম ইয়াকুব আলী, গোলাম কিবরিয়া শিমুল প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য
উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৭ বছরের জঞ্জাল মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
১৭ বছরের জঞ্জাল মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়

১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা, অরাজকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয় বলে জানিয়েছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি দেশের মানুষকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন। নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে গতকাল শনিবার দুপুরে ইজিআইএমএনএস প্রকল্পের লাইট হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, আমরা এরই মধ্যে কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি।

যেভাবে রাষ্ট্রব্যবস্থাকে ভাঙচুর করে সব কিছু ফেলে একজন সরকারপ্রধান পালিয়ে গেছেন, সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময় তো লাগবে। আমরা চেষ্টা করছি যাতে ল অ্যান্ড অর্ডার ভালো হয়।

রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য বর্তমানে অনেক নিয়ন্ত্রণে। রমজানে প্রচুর খেজুর, বুট, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে।

আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান এলে মনে করেন, এটা হরিলুটের জায়গা। তাঁরা এ সময়টায় একটা সিন্ডিকেট তৈরি করেন।

এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম, হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ