১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তবে তাঁর পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার যেকোনো শর্তে জামিন চেয়ে বলেন, তিনি একজন নিরপরাধ মানুষ। উনি কিন্তু দেশের বাইরে ছিলেন।
শুনানিতে আইনজীবীর মন্তব্য
‘নিরপরাধ না হলে সাদিক অ্যাগ্রোর ইমরান দেশে আসতেন না’
নিজস্ব প্রতিবেদক

শুনানিতে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আরো বলেন, মামলার এজাহার পড়লাম।
ঢাকা বারের বর্তমান অ্যাডহক সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ‘মামলায় কিছু নেই।
এদিন দুপুর ১টা ২৩ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে হাজির করা হয়। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বিকেল ৩টার দিকে পুলিশ প্রহরায় হেলমেট, বুলেটপ্রুভ জ্যাকেট ও হ্যান্ডকাফ পরিয়ে তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় তিনি মুচকি হাসতে ছিলেন। তখন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. সায়েদুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ মিয়া আলম ও সৈয়দ নজরুল ইসলামসহ অন্যরা জামিন চেয়ে শুনানি করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বেলা ৩টা ৫৪ মিনিটে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি চলাকালে আসামি ইমরান কাঠগড়ার সামনে দাঁড়িয়ে ছিলেন।
সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ফটকে তালা
চট্টগ্রাম অফিস

সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এই ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এতে সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল।
জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী সুলতানুল আরেফিন চবির রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব। তবে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুলতানুল আরেফিনকে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য বলে আখ্যায়িত করে বেশ কিছু স্ট্যাটাস দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে পূর্ণোদ্যমে কাজ করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তীর্ণ হতে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণোদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন, এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত চূড়ান্ত। এখন দরকার পূর্ণোদ্যমে কাজ এগিয়ে নেওয়া, যেন কোনো খাত ক্ষতিগ্রস্ত না হয় এবং সর্বোচ্চ সুবিধা আদায় করা সম্ভব হয়।
এ লক্ষ্যে একটি ডেডিকেটেড মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে এলডিসি উত্তরণের সার্বিক দিক নিয়ে বিশেষ উপদেষ্টা আনিসুজ্জামান চৌধুরী বলেন, “আমরা এখন ‘উৎক্ষেপণ মোডে’।
তিনি বলেন, ‘ভুটান, সামোয়ার মতো দুর্বল অর্থনীতিও গ্র্যাজুয়েশন করেছে। আমরা কেন পারব না? আমাদের আত্মবিশ্বাস ও প্রস্তুতির ঘাটতি নেই।
বিশ্ববাণিজ্যে দর-কষাকষির জন্য একটি আলাদা ট্রেড নেগোসিয়েশন বডি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিশেষ সহকারী। তিনি বলেন, ‘আমাদের নিজস্ব কোনো বাণিজ্য সংস্থা না থাকায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তুলতে এই সেল কাজ করবে।’
ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমাদের অনুপাত এখনো ৬-৭ শতাংশ, যেখানে ভিয়েতনামে তা ১৯ শতাংশ। অনুপাত বাড়ালে বিদেশি সহায়তার প্রয়োজন থাকবে না।’
বিশেষ সহকারী জানান, কর্মসংস্থান ও বেসরকারি খাতের ওপর সম্ভাব্য চাপ মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে।
বিদেশনীতি : প্রো-বাংলাদেশ
প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের বিদেশনীতি হলো ‘প্রো-বাংলাদেশ’। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতিতে অগ্রসর হচ্ছে সরকার।
তিনি জানান, পাকিস্তানসহ সার্কভুক্ত সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নেপালের জন্য উত্তরবঙ্গে একটি অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধ
অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট গণ-আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বাণ চৌধুরী এবং নরসিংদীর জ্যেষ্ঠ সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম। সোমবার ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি লেখেন, ‘নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত (পরোয়ানাভুক্ত) আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।’
অনির্বাণ চৌধুরী ৩০তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরি জীবন শুরু করেন।
আর ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন।

নর্থ সাউথে অনুষ্ঠিত ‘সিটি টক ২.০’
নিজস্ব প্রতিবেদক

নগর ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক কার্যক্রমে সচেতনতা সৃষ্টি এবং ছাত্রদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘সিটি টক ২.০’ শীর্ষক সেমিনার হয়েছে। গতকাল মঙ্গলবার ‘আইসিএমএ এনএসইউ স্টুডেন্ট চ্যাপ্টার’ এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটলমেন্টসের মহাপরিচালক কাজী খালিদ আশরাফ। আরো বক্তব্য দেন মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি, পরিকল্পনাবিদ হোসনে আরা আলো ও এনএসইউয়ের সহযোগী অধ্যাপক রিজওয়ান খায়ের।