<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল চালুর দাবি জানিয়েছে এলাকাবাসী। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মিলগেটের সামনে কৃষক, শ্রমিক, আখ চাষি ও সর্বস্তরের ছাত্রসমাজ এবং এলাকাবাসী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও  বিএনপি নেতৃবৃন্দ এবং মিলের ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুধু রাজনৈকিত কারণে সেতাবগঞ্জ চিনিকলটি সচল অবস্থায় বন্ধ ঘোষণা করে হাজার হাজার শ্রমিক কর্মচারীকে বেকার করে দেওয়া হয়। আখ চাষিদের কাছ থেকে আখের জমি নিয়ে কৃষকদেরও বেকার করে দেওয়া হয়। এ সুগার মিল বন্ধের পেছনে কাজ করেছেন এই এলাকার সাবেক এমপি ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেতাবগঞ্জ চিনিকলটি চালু করার জন্য যা যা করণীয় তা-ই করা হবে। অবিলম্বে চিনিকলটি চালুর দাবি জানাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রসঙ্গত, ২০২০ সালের ১ ডিসেম্বর মিলটিতে আখ মাড়াই কার্যক্রম স্থগিত করা হয়।</span></span></span></span></p>