<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে ২০টি কলেজ থেকে কেউ পাস করেনি। এই ২০টি কলেজে মোট পরীক্ষার্থী ৬৩ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলেজগুলো হচ্ছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীর সংখ্যা আটজন, নৌমারি হাই স্কুল অ্যান্ড কলেজের একজন, কালীগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল অ্যান্ড কলেজের তিনজন, শিয়াল খাওয়া কলেজের তিনজন, দুহুলি এসসি হাই স্কুল অ্যান্ড কলেজের একজন, কাকিনা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের একজন, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গোগোর কলেজের ছয়জন, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজের তিনজন, কদমরসুল হাট হাই স্কুল অ্যান্ড কলেজের দুজন, মোরলহাট জনতা হাই স্কুল অ্যান্ড কলেজের দুজন, সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজের ছয়জন, হাকিমপুর উপজেলার বল্ডার হাই স্কুল অ্যান্ড কলেজের চারজন, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের তিনজন, নীলফামারীর ডোমার উপজেলার বাঘডোগরা নিমোজখানা হাই স্কুল অ্যান্ড কলেজের ছয়জন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল অ্যান্ড কলেজের ছয়জন, রৌমারী উপজেলার শৌলমারী এম আর হাই স্কুল অ্যান্ড কলেজের একজন, রংপুর জেলার সদর উপজেলার আর্কাডিয়া ইন্টারন্যাশনাল কলেজের তিনজন, গঙ্গাচড়ার বড়াইবাড়ী কলেজের একজন ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজের দুজন পরীক্ষার্থী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ কর্তৃক স্বাক্ষরিত পরিসংখ্যান তুলে ধরে প্রেস ব্রিফিং করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।</span></span></span></span></span></p>