<p>সরকারি তিতুমীর কলেজের ২৬তম শিক্ষক পরিষদ নির্বাচন- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কলেজের ১১ জন নির্বাচিত শিক্ষককে নিয়ে গঠিত হয়েছে এ পরিষদ। নির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। </p> <p>এতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল, পদাধিকার বলে সহসভাপতি হয়েছেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান। পরিষদের অন্যান্য নির্বাচিতরা হলেন- সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার, যুগ্ম সম্পাদক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দস মল্লিক, দপ্তর সম্পাদক পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. গালিব হোসেন, কোষাধ্যক্ষ উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ উমর নাসিফ, সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফয়জুস সালেহীন, নির্বাহী সদস্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দিন, নির্বাহী সদস্য ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ সারোয়ার মোর্শেদ খান, নির্বাহী সদস্য ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুকুল ইসলাম এবং নির্বাহী সদস্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাবিবুন্নবী বাবু। </p>