<p style="text-align:justify">যুবদল নেতা শামীম হত্যা মামলায় বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। </p> <p style="text-align:justify">এদিন আসামিদের কারাগারে থেকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়াল সরকার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732443218-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়াল সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/24/1450098" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এর আগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে মূল নথি না থাকায় রিমান্ড শুনানি ছাড়াই তাকে কারাগারে পাঠানো হয়। </p> <p style="text-align:justify">এছাড়া গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২১ নভেম্বর তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক ফেরদৌস আলম পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। তবে মূল নথি না থাকায় রিমান্ড শুনানি ছাড়াই তাকেও কারাগারে পাঠানো হয়।</p>