<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের পীরগঞ্জে ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল মঙ্গলবার পীরগঞ্জ মুক্তি ফিলিং স্টেশনের সামনে পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কের দুই ধারে যানজটের সৃষ্টি হয়। এ সময় তাঁরা তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এর অধীনে সারা দেশে ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এ ছাড়া টেক্সটাইল ইনস্টিটিউট ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটগুলোও এই মন্ত্রণালয়ের অধীনে। বস্ত্র মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানের একই নিয়োগবিধি থাকায়, এসএসসি পাসে প্রভাষক, ডিপ্লোমা পড়ে বিএসসি লেভেলে প্রভাষক, আবার অভিজ্ঞতা ছাড়াই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর অধ্যক্ষ হওয়ার মতো ত্রুটিপূর্ণ নিয়োগবিধি রয়েছে বলে দাবি করেন শিক্ষার্থীরা।</span></span></span></span></p> <p> </p>