<p>সোনাতলায় স্বেচ্ছাশ্রমে বাঙ্গালী নদীর ওপর প্রায় ৩০০ মিটার দীর্ঘ সাঁকো নির্মাণ করা হচ্ছে। সাঁকোটি নির্মিত হলে পূর্ব সোনাতলার সঙ্গে পশ্চিম সোনাতলা এলাকার মানুষের যোগাযোগের সেতুবন্ধ স্থাপিত হবে। সেই সঙ্গে নদী পারাপারের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তির সমাপ্তি ঘটবে। সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা এলাকায় বাঙ্গালী নদীর ওপর সেতু নির্মাণের স্বপ্ন দেখছিলেন ওই এলাকার নদীপারের বসবাসকারী মানুষরা। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পার হলেও এলাকাবাসীর সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। অবশেষে এলাকাবাসী উদ্যোগ নেয় বাঙ্গালী নদীতে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণের। এলাকাবাসীর সেই স্বপ্ন থেকেই সাঁকো নির্মাণের উদ্যোগ নেয় নদীপারের দুই ধারের ১২ গ্রামের লোকজন। সাঁকো নির্মাণ করতে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়। জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, খেয়াঘাটে ব্রিজ নির্মাণ করা হলে এটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হবে।</p> <p> </p> <p> </p>