<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোরের ঝিকরগাছায় পাইলট বালিকা বিদ্যালয়ের মধ্যে কুপিয়ে ও বোমা ফাটিয়ে সন্ত্রাসী পিয়ালকে খুন করেছে অপর সন্ত্রাসীরা। জমি নিয়ে বিরোধে খুন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে আলমগীর হোসেন নামের এক যুবক এবং মৌলভীবাজারের কমলগঞ্জে শাহিনা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিকরগাছা (যশোর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : গতকাল শনিবার দুপুরে যশোরের ঝিকরগাছায় পাইলট বালিকা বিদ্যালয়ের মধ্যে কুপিয়ে ও বোমা ফাটিয়ে সন্ত্রাসী পিয়ালকে খুন করেছে অপর সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জের হিসেবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ানসহ পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। তবে স্কুলটিতে সিসি ক্যামেরা থাকায় সন্ত্রাসীদের শনাক্ত করতে অসুবিধা হবে না বলে একাধিক সূত্র জানিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শী জুয়েল জানান, সন্ত্রাসীরা পিয়ালকে রামদা, চাপাতি, গাছিদা দিয়ে কোপাতে কোপাতে পাশের পাইলট বালিকা বিদ্যালয় নিয়ে যায়। সেখানেই পিয়ালের মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জে</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর-গাবতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।  গতকাল উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মংলুর সঙ্গে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমলগঞ্জ (মৌলভীবাজার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : কমলগঞ্জে শাহিনা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ শাহিনা উপজেলার  বিক্রমকলস গ্রামের সাজিম মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, শ্বাসরোধ করে হত্যা করেছেন তাঁর স্বামী সাজিম মিয়া ও তাঁর পরিবার।</span></span></p> <p style="text-align:left"> </p>