<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নগরীর প্রেস ক্লাব মার্কেটের দোকানদারের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় জাহাজ কম্পানি ও মডার্ন মোড়ে যাওয়ার প্রধান সড়ক গত সোমবার রাতে প্রায় চার ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করার দাবি করেন তাঁরা। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে প্রেস ক্লাব মার্কেটের</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর ফলে গতকাল মঙ্গলবার সকাল থেকে মার্কেটের দোকানপাট বন্ধ করে রাখেন শিক্ষার্থী ও প্রশাসন। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত মার্কেটের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। মোবাইল কেনাবেচা ও মেরামত করাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে কথা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-কাটাকাটির এক পর্যায় উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় লোকজন।</span></span></span></span></span></p>