<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিগত তিন যুগ ধরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তাঁতিদের কোটি কোটি টাকা আত্মসাৎ এবং সমিতির ৩০ কোটি টাকা মূল্যের সম্পত্তি নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে সমিতির পকেট কমিটির সভাপতি হাজি আবদুল বাকী মিয়ার বিরুদ্ধে। দি মাদারীপুর সাবডিভিশন কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডে তাঁর সব অপকর্মে সহযোগিতা করেছেন রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের তন্তুবায় সমবায় সমিতির পরিচালক মো. রফিকুল ইসলাম বাচ্চু। আওয়ামী লীগ সরকারের দাপট খাটিয়ে এই দুর্নীতি করা হয়েছে বলে ভুক্তভোগী তাঁতিরা জানান। তাঁতিদের অভিযোগ, ১৯৪৮ সালে তন্তুবায় সমবায় সমিতি প্রতিষ্ঠিত হলে তাঁদের পূর্বপুরুষেরা উপার্জিত টাকা দিয়ে ৬৯ শতাংশ জায়গা কিনে আধাপাকা অবকাঠামো নির্মাণ করেন। ১৯৮৮ সালে আবদুল বাকী মিয়া সমিতির সভাপতি নির্বাচিত হন। তিন বছর পর তাঁর মেজো ভাই রুহুল আমীন বেপারী সভাপতি হন। তাঁর মেয়াদ শেষে কৌশলে আরেক ভাই মো. হাবিবুর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়। এভাবে ঘুরেফিরে একই পরিবারের মধ্যে আপন তিন ভাই সভাপতি নির্বাচিত হলে কেটে যায় ৩২ বছর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁতিদের অভিযোগ, বাকী মিয়া ২০১৬ সালে নিকটাত্মীয়দের নিয়ে একটি পকেট কমিটি গঠন করে ৬০ শতাংশ জায়গা মাদারীপুরের প্রভাবশালীদের কাছে বিক্রি করে টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে তাঁতি সম্প্রদায়ের প্রতিবাদের মুখে টেকেরহাটে তাঁর নিজস্ব ৬ শতাংশ জায়গা সমিতির নামে দলিল করে দেন বাকী মিয়া।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদারীপুর সমবায় কার্যালয় থেকে ২০১৯-২০ অর্থবছরের অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জমি বিক্রির অনুমতি না পাওয়া সত্ত্বেও সমিতির অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে সভাপতি বাকী মিয়া ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ৬০ শতাংশ জমি বিক্রি করে কোনো ব্যাংক হিসাবে জমা করেননি। পরবর্তী সময়ে বাকী মিয়ার বিরুদ্ধে বিভাগীয় সমবায় কার্যালয় ৯২ লাখ টাকা দায়-দেনা ধার্য করে। এরপর টাকা জমা না দিয়ে বাকী মিয়া বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকার সচিব এবং ঊর্ধ্বতন সমবায় কর্মকর্তা, মাদারীপুর জেলা প্রশাসক, জেলা সমবায় কর্মকর্তাসহ আটজনকে বিবাদী করে একটি মামলা করেন। বর্তমানে মামলাটি আদালতে চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমিতির বর্তমান সভাপতি বাকী মিয়ার মেজো ভাই রুহুল আমীন বেপারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিষয়টি নিয়ে খুব শিগগিরই সবাইকে নিয়ে বসে নিষ্পত্তি করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযুক্ত হাজি আব্দুল বাকী মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার পলাতক আসামি হওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে মাদারীপুর জেলা সমবায় কর্মকর্তা জয়ন্তী অধিকারী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলা আদালত থেকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কোনো মন্তব্য করতে পারি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>