<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে তাদের মৃত্যু হয়। মৃত লামিয়া উপজেলার আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে এবং কামালের ভাই রানা হাওলাদারের ছেলে রমজান। তারা চাচাতো ভাই-বোন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুজন বাইরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ পায় তারা। এক পর্যায়ে ওই ওষুধ খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাতে তাদের মৃত্যু হয়। নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>