<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাফিক আইন মেনে চলি, যানজটমুক্ত শহর গড়ি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এই স্লোগান সামনে রেখে ময়মনসিংহে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে নগরীর টাউন হল চত্বরে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের আয়োজনে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এ সময় স্থানীয় ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থীকে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। জনগণের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চালক, যাত্রী এবং পথচারীদের সহায়তায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করতে ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে এসব শিক্ষার্থীকে ট্রাফিক আইন বিষয়ে প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়।</span></span></span></span></span></p>