<p>ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে পুলিশের সাবেক সদস্যদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত উপপরিদর্শক শহিদুল্লাহ তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, চুরি, ডাকাতি ও ভূমিসংক্রান্ত ১৪ থেকে ১৫টি মিথ্যা মামলা দিয়েছে। সর্বশেষ ১৮ নভেম্বর ২০২৪ আরেকটি লুটপাট ও ভাঙচুরের মামলা দেয়। একের পর এক মামলা দিয়ে এলাকাবাসীকে এভাবেই হয়রানি করে আসছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাসহ আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ এখনো শহিদুল্লাকে সহযোগিতা করে যাচ্ছে। ওই সময় উপস্থিত ভুক্তভোগী ইসলাম উদ্দিন তার ওপর চলা শারীরিক ও মানসিক নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল্লাহ জানান, তিনি ৪০ বছর চাকরি করেছেন। এর মধ্যে ৩৯ বছর ধরেই নিজের এলাকায় কম দামে জমি ক্রয় করেছেন। এখন অনেকেই জমি বিক্রি করে নিঃস্ব হয়ে ওই বিক্রীত জমি দখলে নিতে চায়। প্রতিবাদ ও মামলা করে জমি উদ্ধার করায় মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।</p> <p>ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে শহিদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>